আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে পিএফের টাকা সরাসরি তুলতে পারবেন এটিএম থেকে। শুনলে অবাক হলেও এটাই সত্যি। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক এবিষয়ে একটি পৃথক ব্যবস্থা তৈরি করতে চলেছে। ২০২৫ সাল থেকেই হয়তো এই ব্যবস্থা চালু হয়ে যাবে। শ্রমমন্ত্রকের সেক্রেটারি সুমিতা দোয়ারা জানিয়েছেন, ইপিএফও-কে আরও সহজ করতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। গোটা বিষয়টি আরও সহজ করা হবে।

 

প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডার এবার থেকে ব্যাঙ্কের এটিএম থেকেই নিজের পিএফের টাকা তুলতে পারবেন। তিনি আরও বলেন, প্রতিটি সময় প্রযুক্তি আরও আপডেট হচ্ছে। আগামী তিন মাসের মধ্যেই এই প্রযুক্তিও চালু করা যাবে। বর্তমানে পিএফ অ্যাকাউন্টে মোট ৭০ মিলিয়ন সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে। তবে এই ব্যবস্থা যাতে আগামীদিনে আরও সহজ হয় তাই এই ব্যবস্থা করার কথা ভাবছেন তারা।

 

এই কাজকে করার জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে তারাই দ্রুত এই স্বপ্নকে বাস্তব রূপ দেবে। গোটা বিষয়টি প্রায় শেষের পর্যায়ে রয়েছে। প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডার যাতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো একে ব্যবহার করতে পারেন সেজন্যেই এই ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি গ্রাহকের কাছে একটি কোড থাকবে সেটিকে ব্যবহার করেই তারা যেকোনও ব্যাঙ্কের এটিএম থেকে নিজের পিএফের টাকা তুলতে পারবেন।

 

এতদিন ধরে পিএফের টাকা তুলতে হলে অনলাইনে আবেদন করতে হত। অনেকেই সেই নিয়মটি জানেন না বলে অসাধু লোকরা কিছুটা টাকার বিনিময়ে পিএফের টাকা তোলার কাজটিও করে দিত। তবে এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় সেজন্য এই বিশেষ ব্যবস্থার কথা ভাবছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক।