আজকাল ওয়েবডেস্ক : বর্তমান যুগে মহিলাদের কথা ভেবে বহু প্রকল্প করা হয়। এমন কয়েকটি প্রকল্প রয়েছে যেখানে মহিলারা বিনিয়োগ করলে ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন। প্রথম থেকেই যদি মহিলারা এই প্রকল্পে বিনিয়োগ করেন তাহলে মহিলারা শুরু থেকেই লাভের মুখ দেখবেন। তবে কোন প্রকল্প রয়েছে যার জেরে মহিলারা এই সুবিধা পাবেন।
২০২৩ সালের বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এর মেয়াদের সময়সীমাও বেশি নয়। মাত্র ২ বছর এখানে বিনিয়োগ করলেই পেতে পারেন এই পরিমান টাকা। যদি কোনও মহিলা এখানে বিনিয়োগ করতে পারেন তিনি ১ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এটি ১৮ বছরের যেকোনও তরুণী তার পরিবারের অভিভাবকত্বে খুলতে পারেন।
তবে তার আগে পোস্ট অফিস বা ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে আপনাকে একটি কেওয়াইসি ফর্ম দেওয়া হবে। সেটিতে নিজের আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এখানে বিনিয়োগের ১ বছর পর আপনি নিজের জমানো টাকার ৪০ শতাংশ তুলে নিতে পারেন। এর যে নমিনি থাকে তিনিও এই টাকা তুলতে পারবেন।
যদি নির্ধারিত সময়ের আগে এই অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে কোনও অসুবিধা নেই। তবে সেখানে সুদের হার ৭.৫০ শতাংশ থেকে কমে হবে ৫.৫০ শতাংশ। তবে একটা কথা মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করুন না কেন তার আগে সমস্ত তথ্য ভাল করে খতিয়ে নিয়ে তবেই সেখানে বিনিয়োগ করবেন।
