আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার দিন। প্রেম না থাকলেও, প্রাক্তন প্রেমিককে এবারেও চমক দিতে চেয়েছিলেন তরুণী। শেষমেশ যা ঘটালেন, তা রীতিমতো শোরগোল ফেলেছে সমাজমাধ্যমে। প্রাক্তন প্রেমিকের বাড়ির দোরগোড়ায় পাঠিয়ে দিলেন ১০০টি পিৎজা। যে ছবি ভাইরাল হতেই, তরুণীর এই কাণ্ডে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গুরগাঁওয়ের বাসিন্দা ২৪ বছর বয়সি আয়ুষী রাওয়াত ভ্যালেন্টাইন্স ডে-তে প্রাক্তন প্রেমিক ইয়াসকে চমকে দিতে ১০০টি পিৎজা পাঠিয়েছেন। ইয়াসের বাড়ির ঠিকানায় গতকাল সন্ধেয় পৌঁছে যায় ১০০টি পিৎজা। দরজার সামনে পরপর সাজানো ছিল ১০০টি পিৎজার বাক্স। তবে এখানেই রয়েছে আসল চমক। নিজের টাকা খরচ করে পিৎজাগুলো পাঠাননি আয়ুষী। ১০০টি পিৎজা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়েছিলেন। অর্থাৎ পিৎজাগুলো ইয়াসকে নিতেই হবে, তাও আবার নিজের টাকা খরচ করে। 

জানা গেছে, প্রাক্তন প্রেমিকের প্রতি প্রতিশোধ নিতেই এহেন কাণ্ড ঘটিয়েছেন তরুণী। যা ঘটনাটি ঘিরে শোরগোল শহর থেকে সোশ্যাল মিডিয়াতেও। একজন লিখেছেন, 'প্রতিশোধ নিতে গিয়ে খাবারের অপচয় করা ঠিক নয়।' আবার একজন লিখেছেন, 'এত বড় অর্ডার কখনও ক্যাশ অন ডেলিভারি করা যায় না। পুরোটাই ভুয়ো মনে হচ্ছে।' আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে লিখেছেন, 'ভ্যালেন্টাইন্স ডে-তে এগুলো একাধিক রেস্তোরাঁর পাবলিসিটি স্টান্ট। এর ফাঁদে পা না দেওয়াই উচিত।'