আজকাল ওয়েবডেস্ক: পাটনাতে নৃশংস ঘটনা। মায়ের হাতে খুন হতে হল ৩ বছরের মেয়েকে। এরপর দেহটি সুটকেসে ভরে অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্ত মা। ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পাটনার মজফফরপুর। গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাঁর। নিজের স্বামীকে ছাড়তে চাইছিল সে। তবে তাঁর মেয়েকে মেনে নেয়নি তাঁর প্রেমিক।
ফলে তিন বছরের মেয়েকে খুন করে সুটকেসে ভরে সে একটি ঝোপের ধারে ফেলে দেয়। এই খুনের পরিকল্পনা একটি জনপ্রিয় টিভি শো দেখে করেছিল অভিযুক্ত মহিলা। দেহটি উদ্ধার করার পর গোটা এলাকার মানুষ স্তম্ভিত হয়ে পড়ে। হতবাক হয়ে যায় স্থানীয় বাসিন্দারাও। এরপরই তদন্তে নামে পুলিশের একটি বিশেষ দল। ঘটনার তদন্তে নেমে ফরেন্সিক টিম ঘরের মধ্যে থেকেই রক্তের নমুনা উদ্ধার করে। এরপরই ধীরে ধীরে জাল গোটা শুরু করে পুলিশ।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। নিজের স্বামীকে সে জানিয়েছিল সে নিজের এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। তবে অভিযুত্তের স্বামী নিজের স্ত্রীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের করে। মোবাইল লোকেশন ধরে অতি সহজেই তাঁকে ধরে ফেলে পুলিশ। এরপরই নিজের প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার করা হয় অভিযুক্তকে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিগত ২ বছর ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল সে। এরপর এর থেকে মুক্তি পেতে নিজের মেয়েকে ছুরি দিয়ে গলা কেটে দেয় সে। এরপর একটি ট্রলি ব্যাগ করে দেহটি একটি ঝোপে ফেলে দেয়। তবে এতকিছু করেও মিলল না পরিত্রাণ। পুলিশের জালে ধরা পড়ে গেল অভিযুক্ত মা। যে অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড হয়েছে সেটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
