আজকাল ওয়েবডেস্ক: দেশে পথদুর্ঘটনায় মৃত্যু কোনও নতুন খবর নয়। মুম্বইয়ে সম্প্রতি ফের ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা৷ ঘটনাটি মালাবার হিল এলাকায় ঘটে। সাহ্যাদ্রি স্টেট গেস্ট হাউসের সামনে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মহিলা প্রাণ হারান। সূত্রে জানা গিয়েছে মৃতার নাম নীতা সাহা। তাঁর বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। এউ ঘটনা ঘিরে শহরে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো ঘটনার দিনও সকালে হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ়া। সেই সময় একটি বেপরোয়া বৈদ্যুতিক বিইএসটি বাস এসে একটি পার্ক করে রাখা গাড়িকে আচমকা ধাক্কা দেয়। মুহূর্তে বাস ও গাড়ির মাঝখানে চাপা পড়ে যান ৭০ বছরের প্রৌঢ়া নীতা। ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, নীতা সাহা রিজ রোড (বি.জি. খৈর মার্গ)-এর 'প্রকাশ ১' বিল্ডিংয়ের বাসিন্দা ছিলেন। দুুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ উদ্ধার করে৷ এরপর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলাকার অদূরে জেজে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে ইতিমধ্যেই একটি মামলা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এহেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ 'চার দেওয়ালের মাঝে এসব চলে?' প্রশ্ন ছুঁড়লেন অনেকেই, গাজিয়াবাদে সোসাইটিতে যা হল...
অন্যদিকে, আরেক মর্মান্তিক দুর্ঘটনা পুনেতে। জেলার খেড তালুকার পাইত গ্রাম সংলগ্ন এলাকায় সোমবার দুপুর ১টা নাগাদ একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্রে জানা গিয়েছে, একটি পিক-আপ ভ্যানে করে প্রায় ৪০ জন মহিলা যাত্রা করছিলেন। তাঁরা পাপলওয়াড়ি গ্রাম থেকে শ্রী ক্ষেত্র মহাদেব কুন্দেশ্বর মন্দিরে যাচ্ছিলেন। খবর অনুযায়ী তাঁদের এই যাত্রা ছিল শ্রাবণ মাসের সোমবারের বিশেষ পূজা উপলক্ষে।
পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্ভবত অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় একটি ঢাল বেয়ে উপরে উঠতে পারেনি। জানা গিয়েছে, এরপর পিছন দিকে গাড়িটি গড়িয়ে যায়৷ গড়িয়ে প্রায় ২৫ থেকে ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১০ জন মহিলা নিহত হন। একইসঙ্গে প্রায় ৩০ জন গুরুতর আহত হন।
ঘটনার প্রেক্ষিতে এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন। ঘটনার খবর শুনে প্রায় এক ডজন অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছয়৷ এরপর আহতদের চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এক্স-গ্রেশিয়া দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে।
