আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে তিরুপতি হাসপাতালে মহিলা চিকিৎসক হেনস্থার ঘটনা। ঘটনার সিসিটিভি সর্বত্র দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে হাসপাতালের এক রোগী হঠাৎই ওই মহিলা চিকিৎসককে আক্রমণ করে। তাঁর চুলের মুঠি ধরে মাথা ঠুকে দেয় হাসপাতালের বেডের লোহার রডে।
হাসপাতালের অন্য চিকিৎসকরা দ্রুত সেখানে আসে এবং মহিলা চিকিৎসককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার জেরে সকলেই হতভম্ভ হয়ে পড়েন। এরপর হাসপাতালের চিকিৎসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে বলা হয়েছে জরুরি বিভাগে হঠাৎই ব্যাঙ্গারু রাজু নামে এই রোগী মহিলা চিকিৎসককে আক্রমণ করে। সেখানে আরও অভিযোগ করা হয় ঘটনাস্থলে কোনও নিরাপত্তারক্ষী ছিল না।
একজন চিকিৎসক আলাদা করে লিখেছেন, কর্মস্থলে যদি চিকিৎসকরা এভাবে আক্রান্ত হতে থাকেন তবে কীভাবে তারা কাজ করবেন? যদি রোগীর কাছে ধারাল অস্ত্র থাকে, এবং সেই অস্ত্র দিয়ে যদি তারা চিকিৎসকদের উপর হামলা করে তবে তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছে। এরপরই হাসপাতাল চত্বরে চিকিৎসকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিলে ফের কাজে যোগ দেন চিকিৎসকরা। অভিযোগের ভিত্তিতে এই রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
