আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের কর্মীর সঙ্গে হাত মিলিয়ে স্ত্রীকে প্রতারণা অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধেই। অভিযোগ, স্ত্রীয়ের জাল স্বাক্ষর ব্যবহার করেই ৪১ লক্ষ টাকার টপ-আপ ঋণ নিয়েছেন স্বামী।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ইটাওয়ার খুদয়গঞ্জ গ্রামের বাসিন্দা ওই মহিলা স্বামী কুলভূষণ সিংয়ের সঙ্গে থাকেন না। ২০২২ সাল থেকে তাঁরা আলাদা থাকেন। ২০১৭ সালে ময়ূর বিহারে সম্পত্তি কিনেছিলেন ওই মহিলা। সেই সময় তাঁকে ব্যাঙ্ক থেকে ৪২ লক্ষ টাকার ঋণ নিতে হয়েছিল। ২০২২ সালের জুন মাসে নাগাদ তিনি জানতে পারেন, বকেয়া টাকার পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি খোঁজ নিয়ে আরও জানতে পারেন, তাঁর সম্মতি ছাড়াই একই সম্পত্তিতে ৪১ লক্ষ টাকার অতিরিক্ত ঋণও নেওয়া হয়েছে। তারপর গোটা বিষয়ের খুঁটিনাটি জানতে তিনি তড়িঘড়ি ব্যাঙ্কে পৌঁছন। ব্রাঞ্চ ম্যানেজার প্রথমে কোনও তথ্য দিতে রাজি হননি। এরপরেই ওই মহিলার সন্দেহ হয়, তাঁর নামে জাল নথি ব্যবহার করে প্রতারণামূলকভাবে ঋণ নিয়েছেন স্বামী কুলভূষণ।
এরপর আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। আদালতের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে। গোটা বিষয় খুঁটিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
