আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে ছুটছে চার চাকা গাড়ি! এ দৃশ্য দেখেই আঁতকে ওঠেন রেলকর্মী থেকে শুরু করে স্থানীয়রা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেই দেখেন, চালকের সিটে এক তরুণী। তিনিই রেললাইনের উপর বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছেন। থামানোর চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি। শেষমেশ পরিণতি হল ভয়ঙ্কর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কাছে। রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শঙ্করপল্লী থেকে হায়দরাবাদের মাঝামাঝি রেলপথে। সেই রেললাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালান এক তরুণী। রেলকর্মীরা বারবার থামানোর চেষ্টা করেও পারেননি। অবশেষে গাড়ি নিয়ে অন্য লাইনে যেতেই সোজা একটি গাছে গিয়ে ধাক্কা খান তরুণী। 

 

সজোরে ধাক্কার পরেই গাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। তরুণীও আহত হন। এরপরই তাঁকে আটক করে রেল পুলিশ। জানা গেছে, মত্ত অবস্থায় তরুণী রেললাইনের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। বড়সড় বিপদের আশঙ্কাও ছিল। দু'দিকের ট্রেন আগেই থামানোর জেরে দুর্ঘটনা এড়ানো গেছে। 

 

এই ঘটনার জেরেই এই রেললাইনে পরপর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে। বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য থমকে যায়। যার জেরে ভোগান্তি পোহাতে হয়েছে অগণিত যাত্রীকে।