আজকাল ওয়েবডেস্ক: ২০ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। অভিযোগ, ওই তরুণীকে প্রথমে ধর্ষণ করে অভিযুক্ত। ধর্ষণের পর তরুণীর গোপনাঙ্গে সার্জিকাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে দেয় ব্যক্তি। নির্মম ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী মঙ্গলবার ট্রেনে করে মুম্বই এসেছিলেন। মঙ্গলবার রাতেই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রাম মন্দির রেলওয়ে স্টেশনের সামনে থেকে যুবতীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত অটোরিকশা চালক মুম্বইয়ের কাছে বাসাই সমুদ্র সৈকতে ওই যুবতীর উপর নির্যাতন চালায়।
পরে যুবতী নিজেই কোনওরকমে রেলওয়ে স্টেশনে পৌঁছে জিআরপির কাছে এই ঘটনার কথা জানান। মেডিক্যাল পরীক্ষার পর জানা যায়, যুবতীর গোপনাঙ্গে জোর করে সার্জিকাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে দিয়েছিল অভিযুক্ত। চিকিৎসকরা ইতিমধ্যেই অপাপেশন করে সফলভাবে পাথর এবং সার্জিকাল ব্লেড বের করে ফেলেছেন। তবে ওই যুবতী এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যুবতীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করে পুলিশ। তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত অটোরিকশা চালকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত এখনও চলছে বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।
