আজকাল ওয়েবডেস্ক: দিল্লির দূষণ ফের ভয়াবহ পর্যায়ে চলে গেল। বাতাসের গুণগত মান গত এক সপ্তাহ ধরে ‘অতি ভয়ানক’ পর্যায়ে ছিল। কিন্তু তারপর গত দু’দিন পরিস্থিতি কিছুটা শুধরে ‘খারাপ’ জায়গায় ছিল। কিন্তু শনিবার পরিস্থিতি ফের ‘ভয়ানক’ পর্যায়ে চলে গেল।
শনিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগত মান ছিল ৪২০। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সবচেয়ে খারাপ পরিস্থিতি ওয়াজিরপুরের। তার পর জাহাঙ্গিরপুরী, আলিপুর, আনন্দ বিহার, চাঁদনি চক। তবে পরিস্থিতি কিছুটা ভাল বিমানবন্দর, আইটিও, লোধি রোডের মতো কয়েকটি জায়গায়। দূষণের পাশাপাশি ধোঁয়াশাও রয়েছে। দৃশ্যমানতা নেমে যাওয়ায় সড়ক, বিমান এবং রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। দিল্লি থেকে দূরপাল্লার ট্রেনগুলি দেরিতে ছাড়ছে। দিল্লিগামী ট্রেনগুলিও দেরিতে ঢুকছে।
প্রসঙ্গত, শনিবার রাজধানীর ৩৯টি দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টির রিপোর্ট বলছে, ওই কেন্দ্রগুলির আশপাশের এলাকায় বাতাসের গুণগত মানের সূচক ৪০০ ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ, ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। বাকি ১১টি কেন্দ্রে বাতাসের গুণগত মানের সূচক ৪০০–র নীচে। অর্থাৎ ‘খুব খারাপ’।
শুক্রবার দূষণ নিয়ে দিল্লি সরকারকে ফের সতর্ক করে শীর্ষ আদালত। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (গ্র্যাপ) চালু করার পরেও রাজধানীতে অন্যান্য রাজ্য থেকে কীভাবে ট্রাক ঢুকছে, তা বন্ধ করতে কেন ব্যবস্থা বা নজরদারি চালানো হচ্ছে না, তা নিয়ে দিল্লি সরকারকে রীতিমতো তিরস্কার করে সুপ্রিম কোর্ট।
