আজকাল ওয়েবডেস্ক: বেলা পর্যন্ত ঘুম! স্বামীকে ঘুম থেকে ওঠাতে গিয়ে কেলেঙ্কারি। শাশুড়িকেই বেধড়ক মারধর করলেন বধূ। এমনকী বিছানা থেকে হ্যাঁচকা টেনে মাটিতেও ফেলে দেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা গেছে, সকালে উঠে দুধ আনার জন্য স্বামীকে ঘুম থেকে ওঠাতে যান বধূ। দ্রুত বাজার থেকে দুধ আনার নির্দেশ দিয়েই রান্নাঘরে চলে যান। বধূ ঘর থেকে যেতেই, স্বামীও ঘুম থেকে উঠে পড়েন। এরপর দুধ আনতে বাজারে যান।
কিন্তু স্বামী যে ঘুম থেকে উঠে বাজারে দুধ আনতে গেছেন, তা টের পাননি বধূ। ততক্ষণে তাঁদের ঘরে ঢুকে, সেই বিছানাতেই শুয়ে পড়েন শাশুড়ি। সেই চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে কিছুক্ষণ পর ঘরে গিয়ে বধূ দেখেন বিছানার উপর চাদর মুড়িয়ে শুয়েই আছেন স্বামী। তিনি আসলে বুঝতেই পারেননি, স্বামীর বদলে শাশুড়ি শুয়ে আছেন।
ঘুম থেকে ওঠানোর জন্য বৃদ্ধা শাশুরিকে হ্যাঁচকা টেনে মাটিতে ফেলে দেন তিনি। এরপর চাদর সরাতেই দেখেন, স্বামী নয়, এক চাদর মুড়িয়ে ঘুমিয়েছিলেন শাশুড়ি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাজ্জব বনে গেছেন। তবে ভিডিওটি সত্যি ঘটনার নয়। একজন কন্টেন্ট ক্রিয়েটার মজার ছলেই ভিডিওটি বানিয়েছেন।
