আজকাল ওয়েবডেস্ক: রাতের বেলা অনেক সময় কুকুর কাঁদে। বিশেষ করে রাস্তার কুকুর। অনেকে এই ঘটনাকে ভয় পান। তবে আসল কারণ জানেন না অনেকেই।
রাতের বেলা যখন সকলে ঘুমিয়ে পড়ে তখন প্রতিটি পাড়াতেই কুকুর ডাকে। কুকুরদের এই স্বভাবকে অনেকেই বুঝতে পারেন না। কুকুরের এই ডাক শুনে অনেকে বলেন রাতের বেলা কুকুর নাকি কাঁদে। এই কান্না যথেষ্ট অশুভ। এই কান্না যে পাড়াতে হয় সেখানে নাকি কারও মৃ্ত্যু ঘনিয়ে আসছে। এমন গুজবও অনেকে বলে থাকেন।
কুকুর রাতের বেলা কেন কাঁদে এই বিষয়ে অনেক তর্ক হয়েছে। তবে একেবারে শেষে সকলে এসে সকলেই একমত হয়েছেন। রাতের বেলা কুকুর দুঃখ পেয়ে কাঁদে না না চিৎকার করে না। তারা এই শব্দ করে একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে।
রাস্তার কুকুরদের একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে। তার বাইরে তারা যেতে পারে না। নিজের সীমানার বাইরে গেলে তখন অন্য পাড়ার কুকুরদের সঙ্গে তাদের গন্ডগোল হয়ে যায়। তবে রাতের বেলাতেও যাতে এই সীমানা বজায় থাকে সেজন্যেই তারা রাতের বেলা চিৎকার করে বা কেঁদে নিজেদের এলাকাকে সুরক্ষিত করে। পাশাপাশি রাতের বেলা কুকুর চিৎকার করে অন্য কুকুরদেরও সতর্ক করে রাখে।
অনেকে মনে করেন রাস্তার ধারে যে কুকুররা থাকে তাদের জীবন অনেক বেশি কষ্টের হয়ে থাকে। এই কষ্টকে জানাতেও তারা রাতের বেলা কাঁদে। অন্য কুকুররা সেই ডাক শুনে সেখানে সাড়া দেয়। এর মানে হল সেই দুঃখে তারাও সামিল হয়েছে।
তবে যারা এই বিষয়টি জানেন না তারা মনে করেন রাতের বেলা যদি কুকুর ডাকে তাহলে সেটি অত্যন্ত খারাপ একটি ইঙ্গিত। তারা তখন বাড়ির সামনে থাকা কুকুরটিকে তাড়িয়ে দেন। অনেক সময় তাকে আঘাত করতেও দ্বিধাবোধ করেন না। তবে এই কাজটি করার আগে আসল বিষয়টি জেনে নিন। তাহলেই এই কাজটি দ্বিতীয়বার করতে আপনি লজ্জা পাবেন।
