আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আবারও আমেরিকা সফরে গিয়েছেন। সেখান থেকে তিনি ভারতের উপর পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনও সামরিক সংঘর্ষের ক্ষেত্রে, গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল শোধনাগারকে নিশানা করার ইচ্ছার কথাও পাকিস্তানের সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন। জামনগর তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম পরিশোধনাগার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় এক আনুষ্ঠানিক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে মুনির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের কথা উল্লেখ করেন। পোস্টটিতে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছবি-সহ কোরানের একটি আয়াত ছিল। এর ফলে জল্পনা শুরু হয়েছে যে মুনির তেল থেকে শুরু করে টেলিকম শিল্পের দৈত্য তথা ধনীতম ভারতীয় সংস্থাকে হুমকি দিচ্ছেন।
রিলায়েন্সকে হুমকি দিতে গিয়ে কোরানে ১০৫তম অধ্যায়ের সুরাহ আল-ফিল (হাতি) উদ্ধৃত করেছেন মুনির। সূত্র মতে, এই আয়াতটি ৫৭০ খ্রিস্টাব্দে হাতির বছরকে নির্দেশ করে। তৎকালীন ইয়েমেনের শাসক আবরাহা কাবা ধ্বংস করার জন্য হাতির একটি বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর আল্লাহ মাটি দিয়ে তৈরি পাথর বহনকারী পাখির বাহিনী পাঠান। যেগুলি আবরাহার সেনাবাহিনীকে আক্রমণ করে ধ্বংস করে দেয়।
মুনির হুমকির জন্য আম্বানিকে বেছে নিয়েছিলেন কারণ রিলায়েন্সের প্রধান ভারতের অর্থনৈতিক শক্তি এবং সম্ভাবনার প্রতীক। তবে, অন্যান্য তেল সংশোধনাগার এবং সম্পদকেও ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা যেতে পারে। জামনগর কমপ্লেক্সের বিশাল আকার এটিকে ভারতের পরিশোধন শিল্পে একটি বড় আকর্ষণ করে তুলেছে। বার্ষিক ৩৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা রয়েছে এই সংশোধনাগারের। এটি ভারতের মোট পরিশোধন ক্ষমতার ১২ শতাংশ। এটি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান রপ্তানিকারক। অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বিভিনিন জঙ্গি গোষ্ঠীগুলির কাছ থেকে এই ধরনের সংশোধনাগার বিশেষ করে রিলায়েন্সের জামনগর পরিশোধনাগারের হুমকির তথ্যও পেয়েছিল।

সোমবার ট্যাম্পায় বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতে বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তান যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে ‘অস্তিত্ব সংকট’-এর মুখে পড়ে, তবে তারা ‘আধা দুনিয়া’ ধ্বংস করে দেবে। স্থানীয় ব্যবসায়ী ও ট্যাম্পার মাননীয় কনসাল আদনান আসাদ আয়োজিত এক নৈশভোজে মুনির বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা বুঝি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা আমাদের সঙ্গে আধা পৃথিবীকে নিয়ে শেষ করব।” এটি ইতিহাসে প্রথম উদাহরণ, যখন মার্কিন মাটি থেকে সরাসরি তৃতীয় কোনও রাষ্ট্রকে পারমাণবিক হুমকি দেওয়া হল।
বক্তৃতায় মুনির ভারতের সিন্ধু নদী অববাহিকায় যে কোনও ধরনের পরিকাঠামো নির্মাণ ধ্বংসেরও হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের এই প্রকল্পগুলি পাকিস্তানের জন্য জলের প্রবাহে বাধা সৃষ্টি করলে তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করবে। তাঁর ভাষায়, “আমরা অপেক্ষা করব ভারত কোনও বাঁধ বানানোর জন্য, আর এক বার বানালে ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটা উড়িয়ে দেব… সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।”
