আজকাল ওয়েবডেস্ক: আম্বানিদের স্টাইল স্টেটমেন্ট বেশ চর্চার বিষয়। মুকেশ আম্বানির স্ত্রী নীতা হোক বা তাঁদের দুই পুত্রবধূ শ্লোকা-রাধীকার সাজপোশাক নিয়ে প্রায়ই কথা হয়ে থাকে। বাদ যান না আম্বানি পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্যা কোকিলাবেনও। তাঁর শাড়ি, গয়েনা-ও নজরকাড়া। কিন্তু একটা বিষয় কী লক্ষ্য করেছেন, মুকেশ-অনিলদের মা তথা প্রয়াত ধীরুভাই আম্বানির স্ত্রী বেশিরভাগ সময়ই গোলাপী শাড়ি পরেন। অনেকেরই কৌতূহল কেন তাঁর এই গোলাপী-প্রেম? 

কোকিলাবেনের পোশাকে বৈচিত্র্যময় প্রিন্ট, রঙ, টেক্সচার এবং হ্যান্ডলুম-সহ অসংখ্য শাড়ি রয়েছে। তবে একটি বিশেষ রঙের শাড়িই বেশি দেখা যায়। এর নেপথ্যে কী কারণ রয়েছে?

ধনকুবের পরিবারের সম্মানীয়া সদস্যা প্রায়শই গোলাপি রঙে মার্জিত শাড়ি পরেন। জর্জেট শিফন থেকে শুরু করে সিল্ক বা সুতি, প্রায় প্রতিটি ধরণের শাড়ির কাপড়েই তাঁর গোলাপি রঙের আভা রয়েছে। কারণটা সহজ, গোলাপি তাঁর প্রিয় রঙ! 

রঙটা এক হতে পারে, কিন্তু তাঁর বেশিরভাগ শাড়ির নকশা, কাপড়ের মান, প্রিন্ট ভিন্ন থাকে। ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের সাম্প্রতিক বার্ষিক অনুষ্ঠানে, তিনি সাদা পোলক-এ-ডট এবং রঙিন সুতো দিয়ে অনবদ্য সূচের কাজের একটি বেবি পিঙ্ক শাড়ি পরেছিলেন। এছাড়াও তাঁর গলায় ছিল বহুস্তরীয় মুক্তার সেট, যার মাঝখানে পান্না বসানো। কোকিলাবেনের গোলাপি লাল ঠোঁটের আভা এবং টিপ তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল। 

কোকিলাবেন, ১৯৩৪ সালে  ২৪শে ফেব্রুয়ারি গুজরাটের জামনগরে জন্মগ্রহণ করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, তিনি দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।