আজকাল ওয়েবডেস্ক: নীল রঙ ছিল ভীষণ প্রিয়। শুধু দেখে মনে হওয়া নয়, নিজে বলেওছিলেন একবার। কথা হচ্ছে মনমোহন সিং এবং তাঁর বহুপরিচিত ‘নীল পাগড়ি’ নিয়ে। বৃহস্পতিবার, ৯২ বছরে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
৭০য়ের দশকে ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রধান আর্থিক উপদেষ্টা (১৯৭২-৭৬), আরবিআইয়ের গভর্নর (১৯৮২-৮৫), পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান (১৯৮৫-৮৭)। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু'বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন।
তাঁর প্রয়াণে শোকের ছায়া সব মহলে। তার মাঝেই চর্চা, তাঁর স্মিত হাসির সঙ্গের বরাবর নজরে আসা হালকা নীল রঙের পাগড়ি। কেন বেশিরভাগ সময়েই নীল পাগড়িকেই বেছে নিতেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?
এর উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। সালটা ২০১৩। কেমব্রিজের স্মৃতি তাঁর মনে বরাবার উজ্জ্বল, একথা জানিয়েছেন অনেকবার। কেমব্রিজেই তিনি জানান, ‘হালকা নীল রঙ আমার খুব পছন্দের, তাই বেশিরভাগ সময় আমার মাথায় এই রঙের পাগড়ি দেখা যায়।‘
বৃহস্পতিবার রাতে তাঁর প্রয়াণের সংবাদ প্রকাশ্যে আসে। দিল্লি এইমস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়। এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়।‘
