আজকাল ওয়েবডেস্ক: রবিবার আম আদমি পার্টির দুই হেভিওয়েট নেতা ঘোষণা করেছেন পদত্যাগ করার। তাঁরা অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া। দুই নেতারই দাবি, তাঁরা পদত্যাগ করে ফের মানুষের রায়ে ফিরে আসবেন। এই পরিস্থিতিতে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? তা ঠিক হয়ে যেতে পারে সোমবারেই। জানা গিয়েছে, এদিন কেজরিওয়ালের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মণীশ সিসোদিয়া এবং রাঘব চাড্ডা। সেখানেই ঠিক হয়ে যেতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। 

 

 

কেজরিওয়ালের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় একমাত্র নেই মণীশ সিসোদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমি মণীশের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়ে দিয়েছেন, মানুষের রায় না আসা পর্যন্ত তিনি কোনও পদে থাকতে চান না। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়ে জেলমুক্তির পর রবিবার জনসভা ছিল অরবিন্দ কেজরিওয়ালের। সেখানে তিনি বলেন, আমি দু'দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে যাচ্ছি। জনগণের রায় না পাওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। মুখ্যমন্ত্রীর একই সুরে সুর মেলান মণীশ সিসোদিয়াও।

 

 

রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সিসোদিয়া জানান, তিনি দিল্লির উপ-মুখ্যমন্ত্রী হিসাবে তখনই ফিরে যদি সাধারণ মানুষ তাঁর সততাকে মেনে নেয়। পোস্টে সিসোদিয়া লেখেন, আমি বরাবর সততার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমাকে অসৎ প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। মিথ্যা অভিযোগে আমাকে ১৭ মাস জেলে রাখা হয়েছিল। আমিও সিদ্ধান্ত নিয়েছি যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মানুষের আদালতে যাব এবং যদি মানুষ আমাকে সৎ মনে করেন, আমার সততা মেনে নেন তবেই পদে ফিরব। সূত্রের খবর, পদ থেকে ইস্তফা দেওয়ার ১৫ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে দেবেন কেজরিওয়াল।