আজকাল ওয়েবডেস্ক: ১৯৫০ সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। সেই স্মরণেই এ বছর ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে দেশ। জমকালো কুচকাওয়াজ, সাংস্কৃতিক প্রদর্শনী এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সুসজ্জিত রাজ্য ট্যাবলোর প্রস্তুতি প্রায় সাড়া। কিন্তু আপনি কি জানেন এই বছর প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর থিম?
ট্যাবলো থিম
 
 ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম রাখা হয়েছে  'স্বর্ণিম ভারত, বিরাসত ও বিকাশ'। এই থিম দেশের ঐতিহ্য, বিকাশ ও অগ্রগতিকে তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার সমস্ত মন্ত্রক, রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এই থিমের আদলে ট্যাবলো সাজানোর নির্দেশ দিয়েছিল।
কোন কোন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ট্যাবলো নির্বাচিত?
 
 কর্তব্য পথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করবে। অন্ধ্রপ্রদেশ, বিহার, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি, দমন ও দিউ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ট্যাবলো ওই মহান দিনে উপস্থাপিত হবে। 
এছাড়াও, ১৫টি মন্ত্রক এবং বিভাগও কুচকাওয়াজের সময় তাদের ট্যাবলো প্রদর্শন করবে। যেসব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের ট্যাবলো কার্তব্য পথের জন্য নির্বাচিত হয়নি, তারা ২৬ থেকে ৩১ জানুয়ারি লাল কেল্লায় ভারত পর্বে তাদের ট্যাবলো প্রদর্শন করতে পারবে।
