আজকাল ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে সকল অতিথিদের একটি করে আমন্ত্রণ বাক্স পাঠানো হয়েছে। তবে এটা কী জানেন সেখানে কী রয়েছে। সেখানে রয়েছে দক্ষিণ ভারতের শিল্পকলার বেশ কয়েকটি নমুনা।
 
 এই বাক্সটি সাজিয়েছে এবং তৈরি করেছে জাতীয় কারিগরি বিভাগ। এই বাক্সটি পুরোটাই তৈরি হয়েছে বাঁশের কাজ দিয়ে। এটিকে বলা হয় কলাকারী শিল্প। এটি ভারতের একটি অন্যতম পুরাতন একটি শিল্পের মধ্যে একটি। এই বাঁশের বাক্সটিতে রয়েছে অন্ধ্রপ্রদেশের ছবির কারিগরি।
 
 এখানে রয়েছে একটি তেলেঙ্গানা থেকে তৈরি করা ব্যাগ। এটি একটি ইকাত টেকনিক দিয়ে তৈরি করা হয়েছে। মূলত ফেব্রিকের কাজ করিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এটিকে যদি একটি পেন বা পেন্সিল রাখার বাক্স হিসাবে ব্যবহার করা যায় সেটিও করতে পারেন।
 
 এখানে রয়েছে মহীশূরের বিখ্যাত কার্ড যেখানে প্রচীন শিল্পকে তুলে ধরা হয়েছে। এটি তৈরি করা হয়েছে হস্তশিল্প দিয়ে। এখানে কর্ণাটকের ধারায় কাজ করা হয়েছে। সেখানকার লোকগীতি বা কাহিনীকে এতে ফুটিয়ে তোলা হয়েছে। 
 
 হাতের কাজ নিয়ে কেরালার বেশ সুনাম রয়েছে। সেখান থেকে তৈরি করা একটি হাতের ব্যান্ড রাখা হয়েছে এখানে। সেটিকে দেখতে একটু অন্যরকম হলেও তা নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। 
 
 তামিলনাড়ু থেকে এখানে রাখা হয়েছে একটি ছোটো থলি। সেখানে যদি মনে করা হয় তাহলে যেকোনও ধরণের জিনিস রাখা যেতে পারে। এখানে টাকা রাখলেও মন্দ হবে না।
 
 অন্ধ্রপ্রদেশ থেকে তৈরি করা ছোটো কাঠের খেলনা একে অনেক বেশি দামী করেছে। এই ধরনের খেলনা বর্তমান যুগের শিশুরা আর খেলায় ব্যবহার করে না। তবে এর দাম আগে অনেক ছিল। 
 
 প্রতি বছরেই রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ধরণের আমন্ত্রণ বাক্স দেওয়া হয়। এটি যারা পাবেন তারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পারবেন। ভারতের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে এবারেও তার ব্যতিক্রম হল না। 
