জকাল ওয়েবডেস্ক: দিল্লির দূষণ এবং শীতকালের পরিস্থিতি ভয়াবহ। গত কয়েক বছরের ছবি কেবলই আঁতকে উঠছেন মানুষ। শীতকালে প্রাণ ওষ্ঠাগত, বাইরে বেরোতে ভয় পান অনেকেই।আবার পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ নিয়ম শুরু করে দিল্লি সরকার। এবার কী পরিকল্পনা? 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এবার সময় থাকতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী আপ সরকার। সেই কারণেই সেপ্টেম্বরেই ২১ পয়েন্টের ডুজ ডোন্ট দিয়েছে সরকার। আর তার মধ্যেই সবথেকে উল্লেখযোগ্য হল, ওয়ার্ক ফ্রম হোম এবং কৃত্রিম বৃষ্টি। 

 

 

বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই শীতকালীন পরিকল্পনা প্রকাশ করেছেন, দূষণ কমানোর জন্য কী ভাবছে আম আদমি পার্টি সেই বিষয়ে। আগামী কয়েক মাসের জন্য সাধারণের উদ্দেশে ২১ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, এবার তাদের লক্ষ্য, একসঙ্গে চলে, দূষণের সঙ্গে লড়াই করা। 

 

কী কী করা হবে তার জন্য?

আপ সরকার অতি দূষণ এলাকায় ড্রোন ব্যবহার করবে। সরকার ধুলো বিরোধী অভিযান চালাবে। নিষেধাজ্ঞা জারি করা হবে আতশবাজির উপর। আপ পরিবেশমন্ত্রী আরও বলেন, দূষণের মাত্রা অতিরিক্ত হলে, জরুরি পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের কথা। তাঁর মতে, অফিসগুলি ওয়ার্ক ফ্রম হোম দিলে, ব্যাক্তিগত গাড়ি ব্যবহার কম হবে। একই সঙ্গে কৃত্রিম বৃষ্টি ব্যবহারে জোর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সরকারের সিদ্ধান্তে যদিও খুশি একাংশ।