আজকাল ওয়েবডেস্ক: আবাসনের নীচে গাড়ি পার্কিং নিয়ে বিরাট বচসা। উত্তপ্ত বাগ্বিতণ্ডার মাঝেই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের নাক কামড়ে দিলেন আবাসনেরই এক ফ্ল্যাটের বাসিন্দা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কানপুরের বিথুর এলাকার নারামাউয়ের রতন প্ল্যানেট অ্যাপার্টমেন্টে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিও-টি। যা নিয়ে সমাজমাধ্যমে হইচই পড়েছে।
জানা গিয়েছে, সোসাইটির সচিব হিসেবে কর্মরত অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়র রূপেন্দ্র সিং যাদবকে ওই আবাসনেরই বাসিন্দা ক্ষিতিস মিশ্র আক্রমণ করেন। ক্ষিতিস মিশ্র যে জায়গাটিকে তাঁর পার্কিন প্লট বলে দাবি করেছিলেন, সেখানে অন্য একটি গাড়ি পার্ক করা ছিল। যা নিয়েই বিবাদ শুরু হয়।
রূপেন্দ্র সিং যাদবের অভিযোগ, ওই পার্কিং প্লটটি ক্ষিতিস মিশ্র দখল করে রেখেছেন। যা নিরাপত্তারক্ষীর কাছে অভিযোগ করা হেয়ছিল। তারপরই ক্ষিতিস মিশ্র, রূপেন্দ্র সিং যাদবকে ফোন করে আবাসনের নীচে হাজির থাকার কথা জানান।
कानपुर
— Gaurav Kumar (@gaurav1307kumar)
मामूली विवाद में युवक ने की नरभक्षियों जैसी हरकत
पार्किंग विवाद में रिटायर इंजीनियर की नाक चबा डाली
अपार्टमेंट की सोसाइटी के सचिव और फ्लैट के मालिक के बीच हुआ विवाद
बिठूर थाना क्षेत्र के रतन प्लैनेट अपार्टमेंट का मामला है... pic.twitter.com/0gxhFmoBW3Tweet by @gaurav1307kumar
রূপেন্দ্র সিং যাদব পার্কিং এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বাকবিতণ্ডার সময়ে ক্ষিতিস মিশ্র প্রথমে রূপেন্দ্র সিং যাদবকে চড় মারছেন। তারপর তাঁর ঘাড় ধরেন। একানেই শেষ নয়। রাদ গজগজ করতে করতে ক্ষিতিস মিশ্র, বৃদ্ধ রূপেন্দ্র যাদবের নাক কামড়ে দিচ্ছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে যে, এই ঘটনার পর রূপেন্দ্র সিং যাদব হোঁচট খাচ্ছেন, তাঁর শার্ট রক্তে লাল হয়ে গিয়েছে।
নারকীয় এই ঘটনার পর রূপেন্দ্র সিং যাদবের ছেলেরা তখনই তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তিনি বিথুর থানায় ক্ষিতিস মিশ্রের বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত চলছে।
