আজকাল ওয়েবডেস্ক : ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। এটি ইপিএফও-র অন্তর্গত রয়েছে। বর্তমানে এটি করের আওতায় থাকলেও এটিকে কর ছাড়ের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে দেশের সাধারণ নাগরিকদের কথা ভেবে এই ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে।
মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা ইপিএফও-তে নিজেদের অর্থ রাখেন বলে একটি নির্দিষ্ট সময় পরে তারা ভালো রিটার্ন পেয়ে থাকেন। যারা মাসে প্রচুর টাকা উপার্জন করেন তাদের জন্য এই ব্যবস্থা নয়। তবে এখানে যদি কর ছাড় দেওয়া হয় তবে সেটা আরও বেশি লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে। এটা দেশের সকলেই জানেন যে ইপিএফও-তে যে সুদের হার দেওয়া হয় তা অন্য সমস্ত সুদের হার থেকে বেশি।
এখানেই শেষ নয় বেশ কয়েকবার এই সুদের হারে নানা ধরণের পরিবর্তনও করা হয়েছে। তবে ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার আলাদাভাবে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। যদি একে করমুক্ত করা হয় তবে তা সকলের পক্ষেই ভাল হবে। এখানে ইতিমধ্যেই প্রচুর মানুষের অর্থ রয়েছে। সেই অর্থ যদি এবার করমুক্ত হয়ে যায় তবে তা লাভজনক হবে।
