আজকাল ওয়েবডেস্ক: সোমবার বোম্বে হাইকোর্টের প্রাঙ্গণে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সকলে। ঐতিহ্যবাহী হাইকোর্ট ভবনের চারপাশে পাওয়া গেল লেবু, সিঁদুর, নারকেল এবং কালো ভুডু পুতুল, যা সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরে এই সব বস্তুগুলি আদালত ভবনের দুই পাশে রেখে দেওয়া হয়েছে, তবে কেউ এগুলি সরানোর সাহস করেনি, কারণ এগুলি কালো জাদুর সাথে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানায়, পায়ে চলার পথে এই সব জিনিস দেখতে পেয়ে অনেক পথচারী সেগুলি এড়িয়ে চলেছেন। একাধিক সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও, কে বা কারা এই জিনিসগুলি আদালত ভবনের ভিতরে রেখে গিয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। আদালতের সাইনবোর্ডের পাশেই পেয়েছিলেন লেবু, সিঁদুর এবং নারকেল দিয়ে মোড়ানো একটি বান্ডিল। আরেকটি বান্ডিল ছিল ওভাল ময়দানের দিকে যেতে বেরনোর গেটের কাছে একটি গাছের নিচে।

এদিকে, এই ঘটনা নিয়ে হাইকোর্ট চত্বরে আসা আইনজীবীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বোম্বে হাইকোর্ট ভবনের আশেপাশে থাকা কড়া নিরাপত্তা ও পুলিশি প্রহরা সত্ত্বেও কীভাবে এই কালা জাদুর বস্তুগুলি রেখে যাওয়া সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, যেহেতু এই সব বান্ডিলগুলি ফুটপাথে ছিল, তাই সেগুলি সরানোর দায়িত্ব মুম্বাই পৌর সংস্থার (বিএমসি) উপর বর্তায়। তবে পুলিশ হাইকোর্টের অভ্যন্তরীণ কর্মীদের ডেকে এনেও এই বান্ডিল সরাতে ব্যর্থ হয়েছে, কারণ তাঁরাও এই জিনিস সরাতে রাজি হননি।

মহারাষ্ট্রের ২০১৩ সালের "কালা জাদু প্রতিরোধ আইন" অনুযায়ী, এই ধরনের কালা জাদু বা কুসংস্কারের কার্যক্রম আইনত অপরাধ।