আজকাল ওয়েবডেস্ক: টানা দুদিন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চল। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ জানিয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স চারশোর সীমা অতিক্রম করেছে। গোটা শহরজুড়ে দৃশ্যমানতা শূন্য থেকে ২০০ মিটারের মধ্যে নেমে এসেছে। ফলে বিমান চলাচলে ইতিমধ্যেই বাধার সৃষ্টি হয়েছে। দিল্লি বিমানবন্দরের তরফে শনিবার সকালে যাত্রীদের উদ্দেশ্যে বিবৃতি জারি করেছে। জানানো হয়েছে, ‘দিল্লি বিমানবন্দরে কম দৃশ্যমানতা রয়েছে। তবে সমস্ত বিমান স্বাভাবিক রয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে বিমান যাত্রার আপডেট নিতে’।
তবে আরও জানানো হয়েছে, বিমান পরিষেবা চালু থাকলে কিছু কিছু বিমানের ক্ষেত্রে বাধা দিতে পারে আবহাওয়া। অন্যদিকে, শনিবার কমপক্ষে ২৬টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০০টিরও বেশি বিমান ছাড়তে দেরি হয়। ৩০টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে। এক ভিডিওতে দেখা গিয়েছে, রাজধানী ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছে। অবনতি ঘটেছে এয়ার কোয়ালিটির। বেসরকারি বিএস থ্রি পেট্রল এবং বিএস ফোর ডিজেল গাড়ি চলাচল ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে।
জানানো হয়েছে, এই নিয়ম ভাঙলে কমপক্ষে ২০,০০০ টাকার জরিমানা হতে পারে। ভারতের মৌসম ভবনের তরফে সপ্তাহান্তে দিল্লিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার এবং রবিবার দিল্লিতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পাশাপাশি ঘন কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। আইএমডির তরফে আরও জানানো হয়েছে, পূর্ব উত্তরপ্রদেশের কিছু স্থানে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু জায়গায় ঘন কুয়াশার পরিস্থিতি দেখা যেতে পারে।
