আজকাল ওয়েবডেস্ক: সাপকে সকলেই ভয় পান। তবে এমন অনেক মানুষ রয়েছেন যারা হাতের কাছে কিং কোবরা দেখেও মাথা ঠান্ডা করে বসে থাকেন। সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হল। উত্তরাখণ্ডের এই ছবিতে দেখা গিয়েছে কীভাবে সাপ দেখেও ভয় পেলেন না এক ব্যক্তি।


ভিডিওতে দেখা গিয়েছে নিজের বিছানায় শুয়ে রয়েছেন ওই ব্যক্তি। তার বিছানায় দিব্যি ঘুরছে সাপের রাজা কিং কোবরা। তবে ভয় না পেয়ে তিনি সেই ছবিকে ক্যামেরাবন্দি করছেন। এমনকি বেশ কয়েকবার সাপটি তার দিকে তাকিয়েও দেখে। তবে সেখানেও এই ব্যক্তির সাহস দেখলে প্রশংসা করতেই হবে।


একটা সময় আসে যখন সাপটি ওই ব্যক্তির মাথার কাছে চলে আসে। সেখানে তিনি তার দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় পর সাপটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায়।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Inside History (@insidehistory)