আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর ব্যস্ততম সড়ক শহীদ পথ-এ ঘটে গেল এক চাঞ্চল্যকর ও বিপজ্জনক ঘটনা। এক মহিলা চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক অংশ বাইরে বের করে বিপজ্জনক ভঙ্গিতে স্টান্ট করতে দেখা গেছে। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ নাগরিক ও নেটিজেনদের মধ্যে।
ভিডিওটিতে দেখা যায়, কালো রঙের একটি গাড়ি, যার নম্বরপ্লেটে উত্তরপ্রদেশের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, সেটি দ্রুতগতিতে ছুটছে শহীদ পথে। গাড়ির ভেতর থাকা এক তরুণী অর্ধনগ্ন অবস্থায় জানালা দিয়ে শরীরের অর্ধেক অংশ ঝুলিয়ে বিভিন্ন “আপত্তিকর অঙ্গভঙ্গি” করছেন। পাশ দিয়ে যাওয়া কয়েকজন পথচারী এই দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
ঘটনাটি প্রথমে প্রকাশ্যে আনে ইনস্টাগ্রামের একটি স্থানীয় সংবাদ পেজ ‘upkabar’, যারা জানায়, “লখনৌ শহীদ পথে গাড়ির জানালা থেকে এক তরুণী অশালীন ভঙ্গিতে শরীর ঝুলিয়ে বিপজ্জনক স্টান্ট করেছেন।” এই ভিডিওটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক নিন্দা শুরু হয়।
লখনৌ পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি নজরে আসার পর তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা এফআইআর-এর নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রশাসন ঘটনার বিস্তারিত যাচাই করছে বলে জানা গেছে।
উল্লেখযোগ্যভাবে, শহীদ পথ এলাকায় এমন বেপরোয়া আচরণের ঘটনাগুলি নতুন নয়। গত কয়েক মাসে এই একই রাস্তায় রাতের বেলায় বিপজ্জনক ড্রাইভিং, বাইক স্টান্ট, এবং সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও শুট করার একাধিক ঘটনা সামনে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও বেপরোয়া তরুণ-তরুণীদের কাণ্ড কমেনি।
শহীদ পথ লখনৌর অন্যতম গুরুত্বপূর্ণ আর্টেরিয়াল রোড, যা বিমানবন্দর ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে সংযুক্ত করে। এই রাস্তায় প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এমন পরিস্থিতিতে, চলন্ত গাড়িতে বিপজ্জনক স্টান্ট শুধু ব্যক্তির প্রাণই নয়, অন্য যাত্রীদের নিরাপত্তাকেও মারাত্মকভাবে বিপন্ন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, “নিয়মিত পুলিশ টহল থাকা সত্ত্বেও কীভাবে এই ধরনের ভিডিও তৈরি হয়? কোথায় প্রশাসনিক ত্রুটি?”
ঘটনার পর লখনৌ পুলিশ জানিয়েছে, তারা ভাইরাল ভিডিওটির উৎস ও গাড়ির নম্বর চিহ্নিত করার চেষ্টা করছে। গাড়ির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় সমাজকর্মী ও নারী অধিকার কর্মীরাও ঘটনাটির নিন্দা করে বলেছেন, “এটি শুধু আইন ভঙ্গ নয়, বরং সামাজিক দায়িত্ববোধের চরম অভাবের নিদর্শন।” এখন দেখার বিষয়, ভাইরাল এই ভিডিওর পর লখনৌ প্রশাসন শহীদ পথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের কড়া পদক্ষেপ নেয়।
