আজকাল ওয়েবডেস্ক: রাতারাতি ভোলবদল। রিকশা চালক থেকে মডেলে রূপান্তর৷ ঠিকই পড়ছেন। সম্প্রতি একজন ই-রিকশা চালকের চোখ ধাঁধানো রূপান্তরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এক জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এই সাধারণ ও পরিশ্রমী মানুষটির চেহারায় চমকপ্রদ পরিবর্তন এনেছেন। আর এই রূপান্তরের ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা।
সূত্রে জানা গিয়েছে, ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হয়। শেয়ার করা এই ভিডিওটিতে দেখা যায়, কীভাবে এক অতি সাধারণ রিকশাচালক থেকে তিনি পরিণত হয়েছেন এমন ঝকঝকে এবং আত্মবিশ্বাসী নতুন রূপে। ভিডিওতে দেখানো হয়েছে এই রূপান্তরের প্রতিটি ধাপ, যেখানে চুল কাটা, দাড়ি ছাঁটা, স্কিন কেয়ার থেকে শুরু করে ফ্যাশনেবল পোশাক পরানো পর্যন্ত সব আছে।
প্রথমে এই চালককে দেওয়া হয় একটি আর্মি সাইড পার্ট হেয়ার কাট, যা তাঁর চেহারায় একটি ফর্মাল ও ধারালো লুক আনে। এরপর তাঁর দাড়ি ছেঁটে আকৃতি দেওয়া হয় 'ডায়মন্ড কাট' এর নিয়মে । মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করা হয় কাসুরি মেথি ও দই, যা ত্বকের জন্য প্রাকৃতিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে।
চুলের পরিচর্যায় ব্যবহার করা হয় ভৃঙ্গরাজ এবং ভিটামিন ই ক্যাপসুল, যা চুলে মসৃণতা ও ঘনত্ব যোগ করে। সবশেষে আসে স্টাইলিং। মাটি রঙের একটি কুঁচকানো টেক্সচারের শার্ট, যার সঙ্গে মিলিয়ে পরানো হয় সাদা রঙের ঢিলেঢালা টেক্সচার্ড প্যান্ট। ঘড়ি ও ব্রাউন লোফার জুতার মাধ্যমে সম্পন্ন হয় তাঁর নতুন লুক।
এই অসাধারণ রূপান্তরের ভিডিও পোস্ট হওয়ার মাত্র একদিনের মধ্যেই এটি ১.৩৩ কোটিরও বেশি ভিউ ও ৮ লাখেরও বেশি লাইক পেয়ে যায়। পাশাপাশি নেটিজেনদের একাধিক মন্তব্যের বন্যা।
আরও পড়ুনঃ চটজলদি পথে আয়ের জন্য দেহব্যবসা মেয়ের! গোয়েন্দা লাগিয়ে হাতেনাতে ধরল বাবা মা...
সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইনফ্লুয়েন্সারকে। তাঁর স্টাইল ও গ্রুমিং দক্ষতা দিয়ে একজন সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী ও আধুনিক রূপে তুলে ধরার জন্য। কেউ কেউ ওই রিকশাচালককে 'আন্তর্জাতিক মডেল' বলেও মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, 'অবিশ্বাস্য রূপান্তর!' আরেকজন মন্তব্য করেছেন, 'ভাই তো সরাসরি রিকশাওয়ালা থেকে হলিউড অভিনেতা হয়ে গেল!' কেউ লিখেছেন, 'দারুণ কাজ, উনি তো জন্মই নিয়েছিলেন মডেল হওয়ার জন্য।'
আরও পড়ুনঃ সাংসারিক কলহ মূল কারণ? তিন সন্তান নিয়ে মায়ের চরম পদক্ষেপ, উত্তর প্রদেশে হাড়হিম কাণ্ড ...
ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এমনকি অনেকেই ভিডিও দেখে নিজেরাও এমন রূপান্তরের স্বপ্ন দেখতে শুরু করেছেন। এহেন প্রতিক্রিয়া প্রমাণ করে সামান্য যত্ন আর দৃষ্টিভঙ্গির পরিবর্তনেই কীভাবে বদলে যেতে পারে একজন মানুষের পুরো অস্তিত্ব।
