আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়িতে থাকতে নারাজ গৃহবধূরা। এক, দু'জন নন, পরপর একাধিক বাড়িতে এমনই ঘটনা ঘটছে। শ্বশুরবাড়িতে অশান্তি করেই সকলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। স্বামীকে জানিয়ে দিচ্ছেন, একটি শর্তেই শ্বশুরবাড়িতে তাঁরা ফিরবেন। আশ্চর্যের এটাই, সকল গৃহবধূর শর্ত সমান। জানেন সেটা কী? 

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। দেবচন্দ্রপুর ওয়ার্ডের কাকোর গহনা মহল্লায় একাধিক গৃহবধূ শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে ঠাঁই নিয়েছেন। এমনকী স্থানীয় কাউন্সিলর শশী মৌর্যের স্ত্রী রঞ্জু দেবীও শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছেন। শশী সরাসরি জানিয়েছেন, গ্রামের সব বাড়ির মতো তাঁর সংসারে একই বিষয়ে নিত্যদিন অশান্তি হচ্ছে। যার জেরেই বাড়ি ছেড়ে চলে গেছেন স্ত্রী। 

কী সেই সমস্যা? জানা গেছে, গত কয়েক মাস টানা বিদ্যুৎ বিভ্রাট গ্রামে। প্রায়ই ট্রান্সফরমার বিগড়ে যাচ্ছে। গত ছ'মাস ধরে প্রায়ই একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে গ্রামে। ট্রান্সফরমার ঠিক করা হলেও, দিন কয়েকের মধ্যেই আবার খারাপ হয়ে যাচ্ছে। এদিকে এপ্রিল থেকেই গরম। মে মাসে তাপপ্রবাহের পরিস্থিতি। গরমে হাঁসফাঁস দশায় পাখার হাওয়া ছাড়া বিনিদ্র রাত কাটাচ্ছেন গ্রামবাসীরা। 

বিদ্যুৎ বিভ্রাটের কারণেই বাড়ি বাড়ি নিত্যদিন তুমুল অশান্তি। অনেকেই নানা রোগে আক্রান্ত। গরমে অতিষ্ট হয়ে একপ্রকার ঘর ছাড়তেই বাধ্য হচ্ছেন সকলে। শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি সাময়িকভাবে ঠাঁই নিয়েছেন গৃহবধূরা। যদিও এখনও সমস্যার সমাধান হয়নি। গৃহকর্তারা জানিয়েছেন, গ্রামে বিদ্যুৎ ফিরলে তবেই ঘরের লক্ষ্মীরা বাড়িতে পা রাখবেন।