আজকাল ওয়েবডেস্ক: ১২ রাজ্যে ১২টি আলাদা নামে ঘুরে বেড়াত। মূল উদ্দেশ্য ছিল, বিয়ের আচার-অনুষ্ঠান সেরেই লক্ষ লক্ষ টাকা, গয়না নিয়ে পালিয়ে যাবে‌। বিয়ের নামে ঠগবাজি করতে গিয়ে অবশেষে পুলিশের জালে ২১ বছরের তরুণী। যাকে পুলিশ 'ডাকু দুলহান' নাম দিয়েছে। তার একাধিক কীর্তিও ফাঁস করা হয়েছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার 'ডাকু দুলহান' সহ তার গ্যাংয়ের আরও আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 'ডাকু দুলহান'-এর আসল নাম গুলশানা রিয়াজ খান। ১২ রাজ্যে ১২টি আলাদা নামে সে ঘুরে বেড়াত। গুজরাটে কাজল, হরিয়ানায় সীমা, বিহারে নেহা এবং উত্তরপ্রদেশে সুইটি নামে ঘুরত সে। টার্গেট ছিল, ধনী পরিবারের সন্তানদের ফাঁসানো। বিশেষত, যাঁদের বিয়ে দেরিতে হচ্ছে। 

 

সুন্দরী পাত্রী সেজে ম্যাট্টিমনি সাইটে নিজের নাম, পরিচয় আপলোড করত। সেখান থেকেই আলাপ করত ধনী পরিবারের পাত্রদের সঙ্গে। প্রত্যেকবার বিয়ের পরেই অপহরণের গল্প তৈরি করা থাকত। ঠিক বিয়ের আসর থেকে তাকে অপহরণ করে নিয়ে যেত কয়েকজন বাইক আরোহী। তারপর কয়েক মাস গা ঢাকা দিয়ে থাকত। ভিন শহরে গিয়ে আবার সেই একইভাবে বিয়ের জন্য পাত্র খুঁজত। 

 

সম্প্রতি হরিয়ানায় এভাবেই বিয়ের আসর থেকে অপহরণ করা হয়েছিল গুলশানাকে। সেই পাত্র উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। আম্বেদকর নগর এলাকা থেকে পুলিশ ওই গ্যাংয়ের একজনকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে গুলশানা ও বাকিদের খোঁজ পায়। গ্যাংয়ের মধ্যে পাঁচজন মহিলা ও চারজন পুরুষ রয়েছে। পাশাপাশি গুলশানা বিবাহিত বলে জানা গিয়েছে। তার স্বামী উত্তরপ্রদেশের বাসিন্দা। স্ত্রীর এই কাজে তাঁর আশকারা ছিল বলেই জানা গেছে। কয়েক লক্ষ টাকা, বাইক, সোনার গয়না, নকল আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ।