আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা অবিবাহিত যুগলদের জন্য। অর্থাৎ প্রেমিক প্রমিকাদের। আর চাইলেই তাঁরা যখন তখন যেতে পারবেন না এই বিশেষ জায়গায়। নিয়মের কড়াকড়ি বাড়ল বছরের শুরুতেই। কী সেই নিয়ম?
বুকিং সংস্থা ওয়ো নতুন বছরে এই নয়া নিয়ম চালু করছে, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, এই সংস্থা হোটেলে চেক-ইন করার জন্য এবার থেকে নয়া নিয়ম আনছে, আর তা কার্যকরী হচ্ছে মিরাট থেকে।
কী সেই নিয়ম? জানা যাচ্ছে, এবার থেকে আর অবিবাহিত যুগলেরা হোটেলে চেক ইন করতে পারবেন না। এবার থেকে অনলাইন এবং অফলাইন, দুই বুকিং পদ্ধতির শুরুতেই যুগলের সম্পর্কের বৈধ প্রমাণ হিসেবে কাগজ দেখাতে হবে বলে জানা হয়েছে।
সংস্থা জানাচ্ছে স্থানীয় সামাজিক সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত। সমাজের নানা গোষ্ঠী অবিবাহিত যুগলদের হোটেলে আসার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। জমা পড়েছিল পিটিশনও। তারপরেই এই সিদ্ধান্ত।
সংস্থার সহযোগী হোটেলগুলিতে ইতিমধ্যে এই নিয়ম গিয়েছে। নয়া নিয়ম আপাতত চালু হচ্ছে মিরাটে।সূত্রের খবর দিনে দিনে অন্যান্য শহরেও এই নিয়ম লাগু হওয়ার সম্ভাবনা। ওয়ো উত্তর ভারতের অঞ্চল প্রধান প্রবাস শর্মা জানিয়েছেন, সংস্থা নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
