আজকাল ওয়েবডেস্ক: এক দশকের বেশি সময় ধরে নির্মাণ চলছিল। তবে সেই নির্মাণ আর সম্পূর্ণ হল না। বিহারে নজির ফের সেতু বিপর্যয়ের। হুড়মুড়িয়ে সমস্তিপুরে গঙ্গায় ভেঙে পড়ল সেতু। জানা যাচ্ছে, এই সেতু নাকি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ড্রিম প্রজেক্টের অংশ। 

জানা গিয়েছে, দুটি পিলারের মাঝের কাজ চলার  সময়, আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। বখতিয়ারপুর ও তাজপুর, গঙ্গার দুই পাড়কে যুক্ত করতেই এই ব্রিজ তৈরি হচ্ছিল। তবে সেই নির্মাণ কাজ চলছিল দীর্ঘ কাল ধরেই। ২০১১ সালে এই ব্রিজ-এর শিলান্যাস করেন খোদ নীতিশ কুমার। বলেছিলেন, ২০১৬ সালের মধ্যেই এই ব্রিজের কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন। যদিও ২০২৪ সাল হয়ে যাওয়ার পরেও, এই কাজ সম্পন্ন হয়নি। উল্টে ভেঙে পড়ল সেতু। যদিও ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যদিও সম্প্রতি পরপর সেতি বিপর্যয়ের ঘটনা ঘটেছে সে রাজ্যে। জুলাই মাসে ফের ভেঙে পড়ল দুটি সেতু। জুলাইয়ে ১৫ দিনে ৭ টি সেতু ভাঙে বিহারে।

এর পরেই, সেপ্টেম্বরে ফের সেতু বিপর্যয়। ২২ সেপ্টেম্বর বিহারের সমস্তিপুরের নন্দনী লাগুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে বখতিয়ারপুর-তাজপুর সেতুর দুটি পিলারের মধ্যে একটি স্প্যান ভেঙে পড়ে, ভেঙে পড়ে সেতুটি। রবিবার বিকেলে এই ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই এই বিপর্যয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।