আজকাল ওয়েবডেস্ক: মেঘালয় হত্যাকাণ্ডে রাজা রঘুবংশীর স্ত্রী সোনম রঘুবংশীকেই মূল অভিযুক্ত বলছে মেঘালয় পুলিশ। সোনমের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের মাত্র তিন দিন পরেই তাঁর প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে রাজাকে হত্যার পরিকল্পনা করেছিলেন সোনম।

রাজা এবং সোনম ২০২৫ সালের ১১ মে ইন্দোরে বিয়ে করেন। নয় দিন পর ২০ মে তাঁরা মধুচন্দ্রিমার জন্য রওনা দেন। ২ জুন পুলিশ চেরাপুঞ্জির নিকটে ওয়েই সওডং জলপ্রপাতের কাছে খাদের মধ্যে রাজার পচাগলা দেহ উদ্ধার করে। 

ইন্ডিয়া টু়ডে-র প্রতিবেদন অনুযায়ী, সোনম তাঁর প্রেমিক রাজ কুশওয়াহাকে মেসেজে লিখেছিলেন, রাজার সঙ্গে ঘনিষ্ঠ হতে অস্বস্তি হচ্ছে তাঁর। যদিও সোনমের পরিবারের দাবি ছিল, রাজার সঙ্গে সুখেই ছিল সে। 

ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার রাজেশ দণ্ডতীয়া জানিয়েছেন, রাজ এবং সোনম ১৮ মে রাজাকে খুনের পরিকল্পনা করেন। রাজই বিশাল চৌহান, আনন্দ কুমার এবং আকাশ রাজপুতকে ভাড়া করেন খুন পরিকল্পনা বাস্তবায়িত করতে। ১৯ মে সোনম রাজাকে রাজি করান মেঘালয়ে মধুচন্দ্রিমা করতে যেতে। ২০ মে তাঁরা গন্তব্যে রওনা দেন।

২ জুন রাজার দেহ উদ্ধারের এক সপ্তাহ পরে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে সোনমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় রাজ, বিশাল, আকাশ এবং বিকাশকেও। ময়নাতদন্তে রাজার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মেলে। মেঘালয় পুলিশ মঙ্গলবার তিন দিনের হেফাজতে নিয়েছে সোনমকে। তাঁকে শিলংয়ে নিয়ে যাওয়া হবে।

এরই মাঝে নতুন মোড় একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, রাজার শেষকৃত্যে সোনমের বাবা দেবী সিংকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে রাজকে। রাজার বোন একজন ইনফ্লুয়েন্সার। তিনি ভিডিওটি পুলিশের হাতে তুলে দিয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, রাজার শেষকৃত্যে যাঁরা এসেছিলেন রাজ তাঁদের গাড়ি চালিয়ে নিয়ে এসেছিলেন।