আজকাল ওয়েবডেস্ক: স্কুলেই পরপর যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল মহারাষ্ট্র। যা প্রকাশ্যে আসার পর পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও আতঙ্কিত, তটস্থ। থানের বদলাপুরে স্কুলের শৌচালয়ে দুই নার্সারি পড়ুয়াকে যৌন নির্যাতনের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন প্রতিবাদকারীরা। অন্যদিকে গত চার মাস ধরে নীল ছবি দেখিয়ে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনাতেও উত্তাল আকোলা জেলা।
নির্যাতিতাদের পরিবারের অভিযোগ, এফআইআর দায়ের করতে গিয়ে থানায় ১২ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। পকসো ধারায় মামলা জেনেও পুলিশ তাদের অপেক্ষা করায়। অথচ মঙ্গলবার রেল রোকো কর্মসূচি ঘিরে ২৪ ঘণ্টার মধ্যে ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, আকোলায় অভিযুক্ত শিক্ষক এবং বদলাপুরের সাফাইকর্মীকে গ্রেপ্তার করতেও দেরি করে পুলিশ। এমনকী দুই নার্সারি পড়ুয়ার মেডিক্যাল টেস্টও দেরিতে হয়। প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলেছে পুলিশের বিরুদ্ধে।
মহারাষ্ট্রের স্কুলের মধ্যে ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী শনিবার বন্ধ ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এবং কংগ্রেসের জোট। এরপরই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, 'বিক্ষোভকারীদের অধিকাংশই বহিরাগত। এই বিক্ষোভের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সরকারের বদনাম করার চেষ্টা চালাচ্ছে অনেকে।' জানা গিয়েছে, মঙ্গলবার বদলাপুরের পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। সিট গঠন করে তদন্ত চললেও, প্রতিবাদে এখনও সরব অভিভাবক থেকে স্থানীয়রা।
