আজকাল ওয়েবডেস্ক: আত্মীয়ের বিয়েতে হুল্লোড় করতে এসেছিল। শেষমেশ গণধর্ষণের শিকার হল দুই বালিকা। পরিবারের অলক্ষে দু'জনকেই অপহরণ করে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর গণধর্ষণ করে নির্জন এলাকায় ছেড়ে পালিয়ে যায় তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গাঞ্জাম জেলায়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতাদের বয়স ১৪ ও ১৫ বছর। চলতি সপ্তাহের শুরুতেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল পরিবারের সঙ্গে। বিয়েবাড়ি থেকে দুই বালিকাকে অপহরণ করে নিয়ে যায় দুই অভিযুক্ত যুবক। গান বাজছিল একদিকে, অন্যদিকে ছিল সানাইয়ের সুর। এর জেরে দুই বালিকার চিৎকারের শব্দ কেউ শুনতে পাননি।
পথে অভিযুক্ত যুবকদের সঙ্গে আরও দু'জন যোগ দেয়। এরপর চারজন মিলে দুই বালিকাকে গণধর্ষণ করে পালিয়ে যায়। সেদিনই বালিকাদের খোঁজ শুরু করে পরিবার। বিয়েবাড়ির অদূরে নির্জন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ৪ জুন থানায় পরিবার জানায়, দু'জনেই গণধর্ষণের শিকার। ৬ জুন মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
টেস্টের পর গণধর্ষণের অভিযোগটি সত্যি প্রমাণিত হয়। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করে। পুলিশ আরও জানিয়েছে, চার অভিযুক্ত যুবক বিশাখাপত্তনমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় মামলা রুজু করে তদন্ত জারি রয়েছে।
