আজকাল ওয়েবডেস্ক: মাত্র কয়েক ঘন্টার প্রবল ধুলোঝড়, বৃষ্টি। তার জেরেই একেবারে লন্ডভন্ড দশা দিল্লির। তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ হারিয়েছেন দু'জন। আহত একাধিক। এই পরিস্থিতিতে যান চলাচল থেকে বিমান পরিষেবা, সবই ব্যাহত রাজধানীতে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ তুমুল ধুলোঝড় শুরু হয়। সঙ্গে প্রায় ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণেই শুরু হয় ব্যাপাক বৃষ্টি। সবমিলিয়ে রাস্তায় রাস্তায় থমকে যায় যান চলাচল। প্রাণ বাঁচাতে ফ্লাইওভারে গাড়ি নিয়েই অনেকে দাঁড়িয়ে পড়েন। একের পর এক গাছ উপড়ে পড়ে। ভেঙে পড়ে একাধিক হোর্ডিং। 

 

প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, গতকাল লোধি রোড ফ্লাইওভারের কাছে উল্টে যাওয়া ইলেক্ট্রিক পোলের তলায় চাপা পড়ে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। দুর্যোগের আবহে গাছ উপড়ে পড়ায় ২২ বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল কয়েক ঘণ্টার ঝড়বৃষ্টির মধ্যে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। দিল্লির পাশাপাশি গতকাল ভারী বৃষ্টির মাঝে গাজিয়াবাদে দু'জন এবং গ্রেটার নয়ডায় আরও দু'জনের মৃত্যু হয়েছে। 

 

অন্যদিকে ধুলোঝড়, শিলাবৃষ্টির জেরে গতকাল দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও ব্যাহত হয়। গতকাল ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ১২টি বিমান জয়পুরে অবতরণ করে। ভারী বৃষ্টির জন্য রাস্তায় রাস্তায় জল জমায় যান চলাচল ব্যাহত হয়। গতকাল কয়েক ঘণ্টা দিল্লি জুড়ে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ ছিল। দিল্লি মেট্রোর ওভারহেড তার ক্ষতিগ্রস্ত হওয়ায়, কয়েক ঘণ্টা মেট্রো পরিষেবাও বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। বৃহস্পতিবারেও দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।