নিতাই দে, আগরতলা: আরও একজন নতুন মন্ত্রী পেল ত্রিপুরা। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালেন রাজ্য মন্ত্রিসভার নতুন মন্ত্রী কিশোর বর্মণকে। নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মণ বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

রাজভবনের দরবার হলে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রাজীব ভট্টাচার্য ও কৃতি সিং দেবী, বিধায়ক মীনা রাণী সরকার, বিধায়ক রামপদ জমাতিয়া উপস্থিত ছিলেন। তবে বেশ কিছু মন্ত্রী ও শাসক দলের বিধায়ক ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও উপাধাক্ষ সহ মুখ্য সচেতন উপস্থিত ছিলেন না। এমনকি শরীক দল তিপরা মতা-র মন্ত্রী ও বিধায়কদের দেখা যায়নি নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। 

শপথ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মন্ত্রী কিশোর বর্মণ বলেন, 'আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক। দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি। বিধায়ক হওয়ার আগেও আমি পশ্চিমবঙ্গে সাংগঠনিক কাজে ছিলাম এবং নির্বাচন জেতানোর কাজে ছিলাম। নিষ্ঠার সঙ্গে সেই কাজ আমি পালন করেছি। এখন আমি মন্ত্রী হয়েছি সাংগঠনিক কাজও প্রশাসনিক কাজে আসে এবং ২০২১ সাল থেকে আমি বিজেপি দলের বিধায়ক হয়ে সরকারের সঙ্গে কাজ করেছি। এই দুটি অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিনে রাজ্যের মন্ত্রী হিসেবে ভালোভাবে কাজ করতে পারব।'

 মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য কিশোর বর্মণকে স্বাগত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দিশাকে সামনে রেখে তিনি রাজ্যকে চালাবেন এবং বর্তমান মন্ত্রীরা যেভাবে রাজ্যকে চালাচ্ছেন সেভাবে চলবে সব এবং ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে মন্ত্র তিনি নিয়েছেন সেই কাজটি নতুন মন্ত্রী করবেন বলে আশা তাঁর।