নিতাই দে, আগরতলা: বাংলা নতুন বছরের আগামী উপহার পেলেন ত্রিপুরা সরকারের কর্মচারী ও পেনশনারগণ। রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হয়েছে। শনিবার রাজ্য বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা এই ঘোষণা করেন।
অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহরায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করার পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনারগণ আগামী এপ্রিল মাস থেকে আরও ৩ শতাংশ মহার্ঘভাতা ও ডিআর পাবেন। তিনি জানান, ৩ শতাংশ ডিএ এবং ডিআর প্রদান করতে বছরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের কর্মচারীগণ এই ৩ শতাংশ মিলিয়ে মোট ৩৩ শতাংশ মহার্ঘভাতা পাবেন। এই ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া দেখা গিয়েছে।
