আজকাল ওয়েবডেস্ক: এখনও অনেক ভারতবাসী রয়েছেন যাদের হাতে স্মার্ট ফোন নেই। তবে তারা যখন রিচার্জ করেন তখন তারা স্মার্ট ফোনের হিসাবেই রিচার্জ করে থাকেন। এরফলে লাভের মুখ দেখে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। যারা নেট ব্যবহার করেন না তাদের থেকেও একই হারে টাকা নেন সিম প্রতিষ্ঠানগুলি। আর এখানেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে ট্রাই।
তারা মনে করছে এবার থেকে গ্রাহকরা শুধু ভয়েস কল এবং এসএমএস চার্জ হিসাবে টাকা ভরতে পারবেন। যেসব গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করেন না তারা বিশেষ রিচার্জ কুপন পেতে পারেন। এই কুপনের ফলে তাদের মেয়াদ ৯০ দিন থেকে শুরু করে ৩৬৫ দিন পর্যন্ত হতে পারে। ভারতের মতো জনবহুল দেশে এই ব্যবস্থা নতুন দিক হিসাবে উঠে আসতে পারে। ট্রাই একটি সমীক্ষা করে দেখেছে, সেখানে দেখা গিয়েছে ভারতের প্রায় ১৫০ মিলিয়ন মানুষ এখনও স্মার্ট ফোন ব্যবহার করেন না। তবে তারা পকেট থেকে রিচার্জ ডাটার পুরো টাকাটাই দিয়ে থাকেন।
এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেলের সঙ্গে কথা বলেছে ট্রাই। তারাও ট্রাইের এই চিন্তাকে গুরুত্ব দিয়েছে। যারা মোবাইল ডাটা ব্যবহার করেন না তাদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে সকলেই। ট্রাই মনে করছে সিনিয়র সিটিজেনরা এবং যাদের বাড়িতে সকলের স্মার্ট ফোন রয়েছে তারা স্মার্ট ফোন ব্যবহার করেন না।
ফলে এদের সকলের জন্য শুধুমাত্র ভয়েস এবং এসএমএস কল ব্যবহারের দিকে জোর দিয়েছে ট্রাই। আধুনিক যুগের সঙ্গে তাল রেখে বর্তমানে প্রায় সকলেই নিজেদের ফোনে দেদার ডাটা ব্যবহার করে থাকেন। তবে যারা এটি ব্যবহার করেন না তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা করবে ট্রাই। তাদের এই সিদ্ধান্ত যদি দ্রুত কার্যকরী হয়ে থাকে তাহলে দেশের সিংহভাগ গ্রাহক যে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সেটা বলাই বাহুল্য।
