আজকাল ওয়েবডেস্ক: একটিমাত্র পদক্ষেপেই ট্রাই কোটি কোটি মোবাইল গ্রাহকের মুখে হাসি ফুটিয়েছে। বিশেষ করে যারা প্রিপেড ব্যবহার করেন তাদের তো খুশির সীমা নেই। ১০ বছর আগে এই নিয়ম চালু করা হয়েছিল যদি আপনি নিজের সর্বনিম্ন ব্যালেন্স না রাখেন তাহলে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে। সেই সময় গ্রাহকরা মাত্র ২০ টাকা ব্যালেন্স ভরে রেখেই নিজের ফোনটি চালু রাখতে পারতেন।
এখন সেই সর্বনিম্ন ব্যালেন্স এসে হয়েছে ১৯৯ টাকা। মেয়াদ থাকে ২৮ দিন। তারপর যদি আপনি ফের ১৯৯ টাকা না ভরেন তাহলে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে। যদি ৯০ দিন ধরে আপনি নিজের ফোনে কোনও ফোন কল, টেক্সট ম্যাসেজ বা ডাটা ব্যবহার না করেন তাহলে সেটি বন্ধ হয়ে যাবে।
যদি আপনার ফোনে ২০ টাকা থাকে তাহলে সেখান থেকে ৯০ দিন পর সেই টাকা বাদ চলে যাবে। তবে আপনার সিম কার্ডটি আরও ৩০ দিন ধরে চালু থাকবে। এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতদিন না আপনার ফোনের ২০ টাকা কেটে নেওয়া হচ্ছে। যদি ২০ টাকার নিচে ব্যালেন্স চলে যায় তাহলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে। তবে যদি আপনি ফের ১৫ দিনের মধ্যে ২০ টাকা ব্যালেন্স ভরে নেন তাহলে ফের আপনার ফোনের সিম চালু হয়ে যাবে।
এই প্রকল্পটি শুধু যাদের প্রিপেড সিম রয়েছে তাদের ক্ষেত্রে বজায় থাকবে। যারা সারাদিনে খব কম কথা বলেন বা ফোনের ব্যবহার কম করেন তাদের কাছে এটি একটি বিশেষ সুবিধা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফোনের সিম কার্ড নিয়ে বিশেষ সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাই। তারা জানিয়ে দিয়েছে মোবাইল গ্রাহকের সিম কার্ড যেন বন্ধ করে না দেওয়া হয়। যারা ডাটা ব্যবহার করেন না তাদের জন্য আলাদা প্ল্যান যেন দেওয়া হয়। এই ঘোষণার পরই সমস্ত মোবাইল কোম্পানিগুলি নতুন করে তাদের প্ল্যান তৈরি করে ফেলেছে।
