আজকাল ওয়েবডেস্ক: আজকের দিনে মোবাইল এবং ইন্টারনেট প্রতিটি মানুষের প্রধান টার্গেট। এই দুটি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে মানুষ একেবারে অচল হয়ে পড়ে। ট্রাই এবার আসরে নেমেছে এই দুটি বিষয় নিয়ে। বিশেষত বাড়িতে থাকার সময় যেন এই দুটি সঠিকভাবে কাজ করে।
এবিষয়ে ট্রাইয়ের এক কর্তা জানিয়েছেন বাড়ি হোক বা অফিস। সকলের কাছে প্রধান কাজের জিনিস হল মোবাইল সংযোগ এবং ইন্টারনেট সঠিকভাবে কাজ করছে কিনা। যদি এই দুটি ঠিক থাকে তাহলে সেখান থেকে সকলেই স্বস্তি পান। আর যদি তা না থাকে তাহলেই অস্বস্তির পরিবেশ শুরু হয়ে যায়।
অনেক সময় দেখা যায় বাড়িতে আসার পরই মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে যায়। পাশাপাশি শুরু হয়ে যায় ইন্টারনেটের অসুবিধা। ফলে ঘরে বসে যে আপনি কোনও দরকারি কাজ করবেন বা বিনোদনের সময় দেখা যাবে সেখানে ব্যাঘাত ঘটেছে।
এখানেই ট্রাই চেষ্টা করছে বাড়ি তৈরির সময় বেশ কয়েকটি নিয়ম যদি মেনে চলা হয় তাহলে অতি সহজেই এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে। প্রতিটি বাড়িতে যাতে এই ধরণের সমস্যা না থাকে সেদিকে কাজ করছে ট্রাই। যেখানে নেটওয়ার্কের সমস্যার পাশাপাশি ওয়াইফাই নিয়েও কোনও ধরণের সমস্যা থাকবে না।
এই কাজকে নাম দেওয়া হয়েছে ডিজিটাল কানেকটিভিটি। যেখানে সর্বত্র নেটওয়ার্ক এবং ওয়াইফাই সঠিকভাবে কাজ করবে। এই কাজ করার জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হবে। এই নিয়ম সকলেই মানতে হবে। এবিষয়ে পাঁচটি এজেন্সি ইতিমধ্যে তাদের আবেদন দিয়েছে। তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে কাকে এই দায়িত্ব দেওয়া হবে।
এই কাজটি শেষ হলে আগামীদিনে ফাইভ জি বা সিক্স জি পরিষেবা সঠিকভাবে পাওয়া যাবে। এই হাই ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডগুলি থেকে হাইস্পিড ডাটা মিলবে। সেখানে বাড়িতে থেকেও কোনও ধরণের অসুবিধা হবে না।
