আজকাল ওয়েবডেস্ক: আদালতে ডিভোর্স কেস তো অনেক হয়ে থাকে। সেখানে বহু সম্পর্ক অনেক সময় শেষ হয়ে যায়। তবে একটি সম্পর্ককে জোড়া দিতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত একটি অভিনব পন্থা বলে দিলেন।


সোমবার সুপ্রিম কোর্টে একটি ডিভোর্স মামলা ওঠে। সেখানে স্বামী-স্ত্রীকে তাদের বিবাদ একটি কফি শপে গিয়ে মিটিয়ে নিতে বলেন। তাদের একটি তিন বছরের সন্তানও ছিল। আদালত দুজনকেই বলেন, আপনাদের একটি তিন বছরের সন্তান রয়েছে। দুজনের মধ্যে এত ইগো থাকা উচিত নয়। আমাদের একটি ভাল ক্যান্টিন রয়েছে। সেটি বেশ ভাল। সেখানে একটি আলাদা জায়গা করে নিন। সেখানে আজ রাতে দুজনে ডিনার করুন। এক কাপ কফিতেই হয়তো মিটে যাবে সমস্ত সমস্যা।


বিগত দিনের সমস্ত তিক্ত অভিজ্ঞতাকে ভুলে যেতে বলেন সুপ্রিম কোর্ট। তাদেরকে এবার নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে বলা হয়। আদালত জানায় জীবনে নেতিবাচক চিন্তাভাবনা নয়, ইতিবাচক চিন্তাকে প্রাধান্য দিতে হবে। 


দেশের সর্বোচ্চ আদালতের এহেন চিন্তাভাবনা দেখে অবাক হয়ে গিয়েছেন সকলেই। যেখানে স্বামী-স্ত্রী দুজনেই ডিভোর্স করার জন্য আদালতে গিয়েছিলেন সেখানে এমন একটি মন্তব্য সকলেরই মন কেড়ে নিয়েছে।