আজকাল ওয়েবডেস্ক: সাধারণ জনগণের জন্য নয়, পেট্রোল পাম্পের শৌচালয়গুলি কেবল গ্রাহকদের ব্যবহারের জন্য। এমনই নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট। পেট্রোলিয়াম ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যান্ড লিগ্যাল সার্ভিস সোসাইটি বনাম কেরল রাজ্য মামলায় এমনই রায় দিয়েছে উচ্ট আদালত।

বিচারপতি সি এস ডায়াস রাজ্য সরকার এবং তিরুবনন্তপুরম পৌর নিগমকে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন যে, পেট্রোলপাম্প মালিক তাঁদের শৌচলয়গুলি ব্যক্তিগতভাবে রক্ষণাবেক্ষণ করেন। ফলে সেগুলি সাধারণ জনগণের ব্যবহারের জন্য কোনও মতেই প্রশাসন জোর কাটাতে পারে না। 

কেরলের ৩০০ টিরও বেশি  পেট্রল পাম্প মালিক এবং পেট্রোলিয়াম ব্যবসায়ীদের একটি সংগঠনের তরফে দায়ের করা মামলায় আবেদনে বলা হয়েছিল, পেট্রল পাম্পগুলিতে থাকা শৌচাগারগুলি আসলে গ্রাহকদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরি। কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় পুরসভাগুলি ওই শৌচাগারগুলিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে চিহ্নিত করছে। পাশাপাশি সেগুলি সকলের ব্যবহারের জন্য খোলা রাখার নির্দেশ দিয়েছে। এতে পাম্প পরিচালনার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

অবেদনকারীদের দাবি, প্রশাসনের ভুল উপস্থাপনার ফলে পর্যটক বাস-সহ বিপুল সংখ্যক লোক পাম্পের শৌচাগারে প্রবেশ করছে, ফলে ঝগড়া এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। শিকেয় উঠছে পেট্রোল পাম্পের নিরাপত্তা। 

এই মামলার চূড়ান্ত শুনানি আগামী ১৭ জুলাই ধার্য করা হয়েছে।

আবেদনকারীদের প্রতিনিধিত্ব করেন আইনজীবী আদর্শ কুমার, কেএম অনিশ, শশাঙ্ক দেবন এবং যদু কৃষ্ণন পিএম।

তিরুবনন্তপুরম পৌর কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেন স্থায়ী আইনজীবী সুমন চক্রবর্তী।