আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভোট আগামীবছর। তার আগে সব রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপিকে কটাক্ষ করে আপ বারবার বলেছে, প্রার্থী দিলেও আদতে বিজেপির নেই কোনও মুখ্যমন্ত্রীর মুখ। একই সঙ্গে কেজরির দল, পরপর একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করছে সাধারণ মানুষের জন্য। ষাটোর্দ্ধ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা, বেকার মহিলাদের জন্য ভাতার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, তা নিয়ে বিতর্কও জোর। এসবের মাঝেই বড় ঘোষণা কেজরির দলের।
 
 সোমবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, তাঁর দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা দেশে প্রথম। কী সেই প্রকল্প? প্রকল্পের নাম দেওয়া হয়েছে পুজারী গ্রন্থি সম্মান যোজনা। এই প্রকল্পে হিন্দু এবং শিখ পুরোহিতদের মাসিক ১৮হাজার করে সাম্মানিক দেওয়া হবে। কেজরির মতে, পুরোহিতরা বংশপরম্পরায় এই আচার-অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণেই এই বড় সিদ্ধনাত। আগামিকাল থেকেই পুরোহিতদের নামের রেজিস্ট্রেশন শুরু হবে। মঙ্গলবার হনুমান মন্দিরে এই রেজিস্ট্রেশন শুরুর অনুষ্ঠানে তিনি নিজে হাজির থাকবেন বলেও জানিয়েছেন।
এর আগে আপ ঘোষণা করেছিল, বেকার মহিলাদের প্রতিমাসে ২১০০টাকা করে দেবে রাজ্য সরকার। তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে দিনকয়েক আগেই আপ ঘোষণা করেছিল, আগামী দফায় ফের তারা ভোট জিতলে, সেখানকার ৬০, বা ষাটোর্দ্ধ সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে। এই ঘোষণা ১৮ ডিসেম্বর করেন খোদ কেজরিওয়াল। তিনি বলেন দিল্লির সাধারণের যত্ন নেওয়া, খেয়াল রাখা তাঁদের কর্তব্য। জানা যাচ্ছে, এই নয়া প্রকল্পের নাম ভাবা হয়েছে ‘সঞ্জীবনী যোজনা‘। আপ ২০২৫ বিধানসভা নির্বাচন জিতলেই, এই প্রকল্পের আওতায় দিল্লির সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন প্রবীণরা, তেমনটাই জানিয়েছে দল।
