আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের এসি কামরা। তাতে টিকিট ছাড়াই উঠে বসেছেন একজন। টিকিট কোথায় তাঁর? জিজ্ঞাসা করায় ব্যক্তি উত্তরে কী বললেন? বললেন, আমার ভাইপো কে জানেন? উত্তরে হতভম্ব সকলে।
ইতিমধ্যে একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ঘটনা কোথায় ঘটেছে, কোন ট্রেনে ঘটেছে, তা জানা যায়নি এখনও। ঠিক কি ঘটেছে? ওই কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, এসি টিকিট চেকার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, টিকিট কোথায়?
তাতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, জানেন আমার ভাইপো কে? প্রশ্ন করা হয়, তাঁর ভাইপো কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, তাঁর ভাইপো রেলের ডিআরএম। তাঁর সঙ্গে দেখা করার জন্যই বক্সারে যাচ্ছেন তিনি। তাঁকে বারবার জিজ্ঞাসা করা হয়, ভাইপো কোথায় চাকরি করেন? কোন স্টেশনের ডিআরএম?
ঘটনাটি সম্পর্কে বিসাত্রিত কিছু জানা না গেলেও, সমাজমাধ্যম জোর আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন যাত্রীদের সুরক্ষা নিয়ে। কেউ কেউ বলছেন, এভাবে কেউ যদিও টিকিট না কেটে এসি কামরায় ঢুকে পড়েন, তাহলে যাঁরা টিকিট কেটে সুরক্ষিতভাবে যাওয়ার কথা ভাবছেন, তা৬দের নিরাপত্তা কোথায়। উল্লেখ্য, টিকিট না কেটে এসি কামরায় ভ্রমণ করার শাস্তি হিসেবে, এক বছর পর্যন্ত জেল হতে পারে যাত্রীদের।
