আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আবহে উৎসবের আমেজ দেশজুড়ে। আলোর উৎসবে মেতে উঠেছিলেন আপামর সাধারণ মানুষ। দূষণ নিয়ন্ত্রণে রাজ্যে রাজ্যে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা ছিল। কিন্তু তা অমান্য করেই দেদার আতশবাজি, শব্দবাজি ফাটানোর সাক্ষী থাকল একাধিক রাজ্য। দূষণের মাত্রাও উদ্বেগজনক পর্যায়ে। দীপাবলির আবহে বাজি নিয়ে ভয়ঙ্কর কিছু স্টান্টের ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এবার চলন্ত গাড়ির মাথায় বাজি ফাটানোর ভিডিও ঘিরে জোর চর্চা সমাজমাধ্যমে। কী দেখা গেছে ভিডিওতে? তিন যুবক ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ির ছাদে আতশবাজি ফাটান। চলন্ত গাড়ির জানালা দিয়ে শরীর বের করে গাড়ির ছাদে একের পর এক বাজি ফাটান তাঁরা। যে ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ২০ সেকেন্ডের ভিডিওটি দেখা গেছে, ওই চলন্ত গাড়ির ছাদে দু'সেকেন্ড অন্তর অন্তর বাজি ফাটছিল। গাড়ির সামনে সিটে থাকা এক যুবক শরীর জানালা দিয়ে বের করে, সেই বাজি ফাটার মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লখনউয়ের চক এলাকায়। এর অদূরেই রয়েছে কেজিএমইউ ট্রমা সেন্টার। ভিডিওটি লখনউ পুলিশের চোখেও পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশ বিষয়টি ঘিরে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে তিন যুবকের নাম, পরিচয়, তাঁরা কোন এলাকার বাসিন্দা, গাড়ির নম্বর খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তিন যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
ये वो नमूने हैं..जो स्वयं की जान जोखिम में तो डाल ही रहे..अन्य राहगीरों/वाहनों के लिए..बन जाते हैं..काल..????..@UPPViralCheck
— Vivek Sharma (@Lko_VivekSharma)
..प्राप्त जानकारी के अनुसार कल दीवाली की रात..चौक क्षेत्र के ट्रामा सेंटर के सामने..बीच सड़क..चलती कार से दाग रहे थे...पटाखे..????
"सदैव सेवा में तत्पर" रहने… pic.twitter.com/LMZTbViCA7Tweet by @Lko_VivekSharma
ভিডিওটিতেই দেখা গেছে, চলন্ত গাড়ির ছাদে যখন মুহুর্মুহু বাজি ফাটছিল, তখন আশেপাশের গাড়িও ঠিকমতো চলাচল করতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে অনেকেই গাড়ি, বাইক থামিয়ে দেন। সাময়িকভাবে ওই ব্যস্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়। উৎসবের আমেজে মেতে যেভাবে তিন যুবক বিড়ম্বনা সৃষ্টি করেছেন, তা দেখেই বিরক্ত প্রকাশ করেছেন নেটিজেনরা।
দীপাবলির রাতে এই রাজ্যেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। এবারের ঘটনাস্থল মথুরা। এই শহরেও দেখা গেছে, চলন্ত এসইউভি গাড়ির ছাদে আতশবাজি ফাটানো হচ্ছিল। ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, গাড়ির সানরুফ থেকে মাথা বের করে রেখেছিলেন এক যুবক। তাঁর হাতেই ছিল বাজি। এক বন্ধু যখন গাড়ি চালাচ্ছিলেন, সেই সময় সানরুফ থেকে মাথা বের করে বাজি ফাটানোয় ব্যস্ত ছিলেন আরেক বন্ধু।
