আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে। তার মাঝেই চরম পদক্ষেপ বেছে নিতে বাধ্য হয়েছেন যুবতী। নিজের জীবন শেষের সিদ্ধান্ত নিয়েছেন তিনি চরম শারীরিক, মানসিক অত্যাচার পেরিয়ে। মারা যাওয়ার আগে, ভাইকে লিখে গিয়েছেন চিঠি। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ, দুঃখ। 

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনায় শোকের ছায়া। জানা গিয়েছে, যুবতীর নাম শ্রীবিদ্যা। বয়স চব্বিশের কোঠায়। স্থানীয় একটি কলেজে অধ্যাপনার কাজ করতেন তিনি। মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল রামবাবুর সঙ্গে। রামবাবু গ্রামের সার্ভেয়ার। তবে অল্প সময়ের বিয়েতে, শ্রীবিদ্যার ভয়াবহ অভিজ্ঞতা। আত্মহত্যার আগে চিঠিতে লিখে গিয়েছেন ভাইকে, তেমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। কী লিখেছেন তিনি?

জানা গিয়েছে, বিয়ের ক’ মাসের ভয়াবহ বীভৎসতার বিবরণ দিয়েছেন। লিখেছেন, বিয়ের প্রথম একমাস কেবল কিছুটা ঠিকঠাক ছিল। রামবাবুর আসল চরিত্র সামনে আসতে শুরু করে একমাস পর থেকেই। শুরু হয় নানাভাবে অত্যাচার। অভিযোগ, বেশিরভাগ দিনেই আকণ্ঠ মদ খেয়ে বাড়ি ফিরতেন স্বামী, অত্যাচার চালাতেন স্ত্রীর উপর। বাবার গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে উল্লেখ করেছেন চিঠিতে, কেবল মারধোর নয়, নানাভাবে সকলের সামনে অপদস্থ করতেন ব্যক্তি। অন্যান্য মহিলাদের সামনে স্ত্রীকে অকর্মণ্য বলে খোঁটা দিতেন। চিঠিতে লিখেছেন, আর পারছিলেন না সবকিছু সহ্য করতে। তার পরেই বেছে নেন চরম পদক্ষেপ।

চিঠিতে স্বামীর অত্যাচারের সত্যি যেমন লিখেছেন, লিখেছেন চোখে জল আনা দু’ লাইন। লিখেছেন, ‘সাবধানে থাক, ছোট ভাই। এবার হয়তো আমি আর তোকে রাখি বাঁধতে পারব না। ‘