আজকাল ওয়েবডেস্ক : চলছে উৎসবের সিজন। এই সময় ভাল সংস্থা থাকলে সেখানে বিনিয়োগ করার কথা ভাবতেই পারেন আপনি। বিনিয়োগের সেরা মাধ্যম হল ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাঙ্ক নানা সময়ে নিজেদের ফিক্সড ডিপোজিটের সুদের হারে নানা পরিবর্তন করে। তবে ধরা যাক যদি এমন একটি ব্যাঙ্কের নাম যদি জানতে পারেন যেখানে এই সময় সবথেকে বেশি ফিক্সড ডিপোজিটে সুদের হার রয়েছে।
ধরে নিন সেখানে ৮.২৫ শতাংশ হারে সুদের হার দেওয়া হচ্ছে। এখানে এই টাকা রিটার্নের সময়ও বেশ কম। ১ বছর থেকে ১.৫ বছরের মধ্যে চলছে এই বিশেষ স্কিম। তাহলে সেই ব্যাঙ্কের নাম জানতে সকলের আগ্রহ তুঙ্গে হবে সেটাই স্বাভাবিক।
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক হল বেসরকারি সেক্টরের একটি প্রথম সারির ব্যাঙ্ক। এরা নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে এই বিশেষ পরিবর্তন করেছে। এখানে ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এখানেই সুদের হার রয়েছে ৮.২৫ শতাংশ। সাধারণ গ্রাহকরা এখান থেকে ৭.৯৯ শতাংশ হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা পাবেন সর্বোচ্চ ৮.২৫ শতাংশ হারে সুদ। এখানে সাতদিন থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। তাহলে আর দেরি না করে দ্রুত এখানে বিনিয়োগ করে লাভের টাকা নিজের ঘরে তুলুন।
