আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকের একজন ব্যক্তি তার অস্বাভাবিক খাদ্যাভ্যাসের জন্য সবার নজর কেড়েছেন। ভাত বা রুটি জাতীয় নিয়মিত খাবার খাওয়ার পরিবর্তে, তিনি গাড়ির ইঞ্জিনের পোড়া তেল খেয়ে বেঁচে আছেন। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন!

একটি ইনস্টাগ্রাম পোস্ট তাঁর কয়েক দশকের অভ্যাসের কথা তুলে ধরার পরেই ওই ব্যক্তির জীবনযাত্রার ধরণ ভাইরাল হয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হল, ৩০ বছরেরও বেশি সময় ধরে তাঁর খাদ্যতালিকায় কোনও পরিবর্তন আসেনি। শারীরিকভাবে অসুস্থও না কি হননি।

‘ওয়েল কুমার’ নামে পরিচিত

কর্ণাটকের শিবামোগা জেলার বাসিন্দা ওই ব্যক্তি ‘ওয়েল কুমার’ নামে পরিচিত।  ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে, দৈনিক সাত থেকে আট লিটার পোড়া তেল পান করেন ওই ব্যক্তি। এর পাশাপাশি, তিনি নিয়মিত চাও পান করেন। চা একটি সাধারণ পানীয় হলেও, পোড়া তেল অত্যন্ত বিষাক্ত এবং খাওয়ার জন্য নিরাপদও নয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকেরা তাঁকে খাবার সাধছিলেন। কিন্তু কুমার তা প্রত্যাখ্যান করেছিলেন। পরিবর্তে, তাঁকে বোতল থেকে ইঞ্জিন তেল পান করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: দীপাবলিতে ধামাকা! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে দারুণ আপডেট

বছরের পর বছর ধরে স্বাস্থ্যের উপর কোনও প্রতিকূল প্রভাব নেই

কয়েক দশক ধরে পোড়া তেল ব্যবহার করে জীবনযাপন করলেও। তাঁকে কখনও হাসপাতালে ভর্তি হতে হয়নি। পোস্টে উল্লেখ করা হয়েছে যে, তিনি এমন কোনও বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হননি যার জন্য চিকিৎসার প্রয়োজন হয়।

বেঁচে থাকার বিশ্বাস

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, তিনি বেঁচে থাকার জন্য ভগবান আয়াপ্পার আশীর্বাদের কথা উল্লেখ করেছেন। তিনি বিশ্বাস করেন যে ঐশ্বরিক সমর্থন ছাড়া এত বছর ধরে এত অস্বাভাবিক খাদ্যাভ্যাসে বেঁচে থাকা তাঁর পক্ষে সম্ভব হত না।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by AvalakkiPavalakki (@avalakki_pavalakki)