আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের শেষদিন থেকেই বিশেষ অফার নিয়ে এল দেশের দুটি প্রধান ব্যাঙ্ক। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছে। সেখানে রয়েছে আকর্ষণীয় সুদের হার। যদি এখানে টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি নতুন বছর থেকেই ভাল রিটার্ন পেতে পারেন।
আইডিবিআই ব্যাঙ্ক নতুন অফার নিয়ে এসেছে। তার নাম রয়েছে উৎসব ফিক্সড ডিপোজিট। এর সময়সীমা রয়েছে ৩০০ দিন, ৩৭৫ দিন, ৪৪৪ দিন এবং ৭০০ দিন। এখানে সুদের হারগুলি একবার দেখে নিতে পারেন। ৩০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.০৫ শতাংশ, ৩৭৫ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ, ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ এবং ৭০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫৫ শতাংশ, ৭.৫৫ শতাংশ, ৭.৮৫ শতাংশ এবং ৭.৭০ শতাংশ। এই সমস্ত সুদ সিনিয়র সিটিজেনরা উপরের দিনের হিসাবেই পাবেন।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক নতুন বছর থেকে নতুন অফার চালু করছে। সেখানে ২২২ দিনের জন্য ৬.৩০ শতাংশ, ৩৩৩ দিনের জন্য ৭.২০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। জেনারেল সিটিজেনরা ৭.৩০ শতাংশ করে সুদ পাবেন ৪৪৪ দিনের সময়ে। ৫৫৫ দিনের জন্য সুদ পাওয়া যাবে ৭.৪৫ শতাংশ করে। ৭৭৭ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে। ৯৯৯ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৬.৬৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদ দেবে। তবে এই বিনিয়োগ ৩ কোটি টাকার নিচে হতে হবে। সময়সীমা থাকবে ১৮০ দিন বা তার বেশি।
