আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে থাকাকালীন খেয়েছিলেন চুমু। পরে আর চাননি বিয়ে করতে। এই অপরাধে মহিলা তাঁর পুরুষ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন হাইকোর্টে। সম্পর্কে থাকাকালীন চুমু খাওয়া অপরাধ নয় সেই মামলায় এমনই রায় দিল মাদ্রাজ হাইকোর্ট।
সম্প্রতি যৌন হয়রানির অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা ওঠে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এ। এই মামলা খারিজ করে দেয় আদালত। বিচারপতি এন. আনন্দ ভেঙ্কটেশের একটি বেঞ্চ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করে রায় দেয়, আবেদনকারী (যুবক) এবং অভিযোগকারীর (যুবতী) মধ্যে যে সম্পর্ক হয়েছিল তাতে উভয়েরই সম্মতি ছিল। তাই ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪-এ (১)(i) এর অধীনে এটি অপরাধ হিসেবে বিবেচ্য হবে না।
যিনি অভিযোগ করেছিলেন তাঁর বয়স ১৯ বছর। তিনি জানিয়েছিলেন, এক ব্যক্তির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। এক নির্জন এলাকায় দেখা করতে গিয়েছিলেন দুজনে। সেখানেই ওই ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরেন এবং চুমু খান। পরবর্তীতে সেই ব্যক্তি তাঁকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। সাধারণত, এই ঘটনায় পুলিশ আইপিসির ধারা ৩৫৪-এ (১)(i) তে এফআইআর নেয়। এই ধারায় রয়েছে শারীরিক, অবাঞ্ছিত যৌন যোগাযোগের বিষয়টি।
মামলাটি আদালতে ওঠে। আদালতের পর্যবেক্ষণ, উভয়পক্ষই তাদের কিশোর বয়সে স্বেচ্ছায় দেখা করেছিল এবং একসঙ্গে সময় কাটিয়েছিল। এটা অপরাধ হতে পারে না, এটার মধ্যে মিশে থাকে স্নেহ। এরপরই আদালত জানায়, কিশোর বয়সে দুজন ব্যক্তির যাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, একে অপরকে আলিঙ্গন করা বা চুম্বন করা খুবই স্বাভাবিক। এটাকে কোনওভাবেই IPC-এর ধারা ৩৫৪-এ (১)(i) এর অধীনে অপরাধ বলা যাবে না।
এই মামলা খারিজ করার সময় বিচারপতি ভেঙ্কটেশ আইনি বলেন, অনেক ক্ষেত্রেই এই ধরনের মামলা বিপথে চালিত হয়। সম্মতিমূলক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের মামলা হলে তা কোনও যুবকের ক্ষেত্রে অসম্মানজনক।
