আজকাল ওয়েবডেস্ক: রঙের মেলায় সেজে উঠেছে গোটা অযোধ্যা। গত বছরে আজকের দিন অর্থাৎ ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল রাম লালার। সেদিন থেকেই অযোধ্যা যেন এক অন্য মাত্রা পেয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু ভক্ত এসে ভিড় করেছেন অযোধ্যায়।
রাম মন্দিরের এক বছরপূর্তিতে অযোধ্যা জুড়ে যেন এক অন্য পরিবেশ তৈরি হয়েছে। প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা। তবে সেখান থেকেই ভিড় কিছু কম নেই রাম মন্দির চত্বরে। দলে দলে ভক্তরা এসে এখানে নিজেদের প্রার্থনা করে যাচ্ছেন। রাম লালাকে তারা একবার দর্শন করার জন্য এখানে এসে ভিড় করেছেন।
চলতি মাসের ১১ জানুয়ারি থেকেই সেজে উঠেছে অযোধ্যা। সেদিন থেকেই রাম মন্দিরের উৎসব কার্যত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এখানে এসে হাজির হয়েছেন প্রায় ৬ লক্ষ ভক্ত। এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। গোটা মন্দির চত্বরে চলছে নামগান, প্রার্থনা। শোনানো হচ্ছে রাম কথা। মন্দির চত্বরে বর্ষপূর্তির আনন্দে তাই সকলে মাতোয়ারা।
এখানে এসে নিজেদের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন বিভিন্ন সেলিব্রিটিরাও। যেদিন রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিন উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে ছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছিলেন বলিউড থেকে শুরু করে প্রচুর নেতা মন্ত্রীরা। এবারেও তার থেকে খামতি নেই। রাম মন্দিরের বর্ষপূর্তিতে অনেকেই এসে নিজেদের মনের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে রাম মন্দিরকে ঘিরে সকলের উৎসাহের শেষ নেই। প্রতিদিনই বাড়ছে ভক্তদের ভিড়। প্রশাসনকে ধন্যবাদ দিয়ে তারা বলেন এখানকার পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে প্রশাসনের কর্তারা। তাই এত ভক্ত অতি সহজেই তাদের সাধের রাম লালাকে দর্শন করতে পারছেন।
